X
শনিবার, ২৫ মার্চ ২০২৩
১১ চৈত্র ১৪২৯

লঞ্চ স্টাফদের দুষছেন দগ্ধরা

সালেহ টিটু, বরিশাল
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪৭ জনের চিকিৎসা চলছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসায় ঢাকা থেকে সাত সদস্যের টিম এবং বরিশালের অর্ধশতাধিক চিকিৎসক কাজ করছেন। 

হাসপাতাল থেকে সব ধরনের চিকিৎসা সুবিধা দেওয়ার পাশাপাশি ওষুধ ও খাবার সরবরাহে সন্তুষ্ট দগ্ধরা। তবে স্বজনহারা দগ্ধ রোগীদের চোখের পানি যেন থামছে না। তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষাও নেই কারও কাছে। এই দুর্ঘটনায় লঞ্চ স্টাফদের দুষছেন দগ্ধরা।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে কথা হয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের সঙ্গে। তারা জানান, বরিশাল নদীবন্দর পার হওয়ার আগেই লঞ্চের দ্বিতীয় তলার ডেক গরম হয়ে যায়। এর ওপর বসা যাচ্ছিল না। বিষয়টি লঞ্চ স্টাফদের একাধিকবার জানানোর পর তারা কম্বল পেতে দেয়। এতেও কাজ হচ্ছিল না। বিষয়টি গুরুত্বেই দেয়নি তারা। লঞ্চটি বরিশাল নৌবন্দরে নোঙর করলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। যান্ত্রিক ত্রুটি নিয়ে এভাবে কোনও লঞ্চ চলাচল করতে না পারে। লঞ্চ স্টাফদের কঠোর শাস্তির দাবি জানান চিকিৎসাধীন দগ্ধরা।

 দুর্ঘটনায় লঞ্চ স্টাফদের দুষছেন দগ্ধরা

 

হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৬৭ জনকে ঝালকাঠি থেকে শের-ই-বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে যাদের আশঙ্কাজনক ১৯ রোগীকে ঢাকায় পাঠানো হয়। এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে চিকিৎসাধীন ৪৭ রোগীর অবস্থা ভালো।

তিনি আরও জানান, তাদের চিকিৎসায় ঢাকা থেকে ৭ সদস্যের একটি টিম আজ সকাল থেকে কাজ শুরু করেছেন। চিকিৎসায় যাতে কোনও ধরনের ত্রুটি না হয়, সেজন্য স্থানীয়ভাবে অর্ধশতাধিক চিকিৎসক নিয়ে আরও একটি টিম গঠন করা হয়েছে। তারা শুক্রবার থেকেই দগ্ধদের সেবা দিচ্ছেন। সেই সঙ্গে তারা সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতলের সকল চিকিৎসক-নার্স ও স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: তিনি ঝাঁপ দেন স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে, বড় মেয়ে তখনও লঞ্চে

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নলছিটির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। আহত হয়েছেন শতাধিক।

দাউ দাউ করে জ্বলছে এমভি অভিযান-১০

মৃত ৪১ জনের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরও পাঁচ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি ৩২ লাশ বরগুনা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এর মধ্যে দুই জনের লাশ শনাক্ত হয়েছে। বাকি ৩০ জনের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে তাদের জানাজা হয়েছে। পোটকাখালী গণকবরে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি ঝাঁপ দেন স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে, বড় মেয়ে তখনও লঞ্চে

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল আলমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। 

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিন শনিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি নিখোঁজ যাত্রীদের স্বজনরা নদী ও নদী তীরবর্তী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছেন।

/এসএইচ/
টাইমলাইন: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড
২৮ ডিসেম্বর ২০২১, ১২:০৩
২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩০
লঞ্চ স্টাফদের দুষছেন দগ্ধরা
২৫ ডিসেম্বর ২০২১, ১১:৫৮
২৪ ডিসেম্বর ২০২১, ২২:০৬
পেট্রোল ঢেলে ভাবির গায়ে আগুন দিলো দেবর, ৪ দিন পর মৃত্যু
থানচিতে আগুনে পুড়লো ৭৫ দোকান
টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ভয়াবহ আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৫ মার্চ ২০২৩)
যে ইতিহাস বারবার জানা দরকার
যে ইতিহাস বারবার জানা দরকার
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
হেলে পড়া দেয়ালটি ধসে পড়লো, নৈশপ্রহরীর মৃত্যু আহত ৪
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
নবীর ছক্কায় পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ইতিহাস
সর্বাধিক পঠিত
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
ডিসির গাড়িতে পিকআপের ধাক্কা, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
খেজুর কেনার আগে মনে রাখবেন যে ৪ বিষয়
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
প্রাণিসম্পদ অধিদফতরের মাংস নিয়ে ক্রেতাদের প্রশ্ন
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
শামীম ওসমানের সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!
এশিয়া কাপ পাকিস্তানেই, ভারতের জন্য আলাদা ভেন্যু!