X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ছেলের আবদার মেটাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

পিরোজপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২৪, ১৯:৩৯আপডেট : ০১ মার্চ ২০২৪, ২০:২০

একমাত্র ছেলে আরহাম (৬) তার মা তানজিনা এষার কাছে কাচ্চি খাবে বলে আবদার করেছিল। ছেলের আবদার মেটাতে গিয়েছিলেন বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়। সঙ্গে ছিল আত্মীয়স্বজনেরা। সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে সন্তান ও সঙ্গে থাকা স্বজনদের বের করে দিতে পারলেও ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা যান এষা।

বিষয়টি নিশ্চিত করেছেন তানজিনা এষার মামাতো ভাই অ্যাডভোকেট নাজমুস সাকিব তুষ্টি।

তিনি জানান, তানজিনা এষা পিরোজপুরে লেখাপড়া শেষ করে ঢাকায় ইডেন কলেজে ভর্তি হন। সেখানের লেখাপড়া শেষে তার বিয়ে হয়। এষা তার স্বামী সন্তানকে নিয়ে রামপুরা এলাকায় বসবাস করতেন। এদিন কাচ্চি খেতে রেস্তোরাঁয় এষার সঙ্গে গিয়েছিল ছেলে আরহাম, খালাতো ভাই তানভীর মুজিব অভির স্ত্রী লামিয়া ও তার (লামিয়ার) ভাই আবির ও অভির দুই সন্তান নাবা ও আয়রা।

তিনি আরও জানান, হোটেলে আগুন লাগলে এষা তার ছেলে আরহামসহ অন্যদের বের করে দিয়ে নিজে বের হওয়ার চেষ্টা করেন। তখন অন্য এক লোকও বের হওয়ার চেষ্টা করেন। একই সময়ে গ্যাস সিলিন্ডার ফেটে বিকট শব্দ হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। এতে রেস্তোরাঁ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া শ্বাসনালিতে আটকে অসুস্থ হয়ে যান এষা। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নিহত এষার চাচা শ্বশুর পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শাকিল আহমেদ জানান, এষার শ্বশুর নাসির আহমেদ পিরোজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার স্বামী নাদিম আহমেদ ঢাকায় এসটি স্টিল নামে একটি রড কোম্পানিতে চাকরি করেন। এষা একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতো। তাদের একমাত্র ছেলে আরহাম ঢাকার মালিবাগে সাউথ পয়েন্ট স্কুলে ক্লাস ওয়ানে পড়াশোনা করে। আরহাম কাচ্চি খাবে বলে মায়ের কাছে আবদার করেছিল। ছেলের আবদার মেটাতেই সেখানে যান এষা।

শাকিল আহমেদ বলেন, ‘আমাদের পরিবারের সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল পুত্রবধূ তানজিনা এষা। আচার-আচরণে খুবই সহজ-সরল ছিল। তার নিহতের ঘটনায় পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’

/কেএইচটি/
টাইমলাইন: বেইলি রোডে আগুন
০২ মার্চ ২০২৪, ২১:৫১
সম্পর্কিত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
ঢাবিতে ক্যান্টিন সংস্কারের সময় দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল