X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আবাহনীতে শ্রদ্ধায় সিক্ত কাজী শাহেদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৩, ১৬:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৭:১০

যে ক্রীড়া সংগঠনের দুঃসময়ে হাল ধরেছিলেন বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদ, সেখানেই শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে ধানমন্ডির বায়তুল আমান মসজিদে প্রথম জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় আবাহনী লিমিটেড প্রাঙ্গণে। সেখানে কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী  সালাউদ্দিন,  জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামসহ জেমকন গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, অসংখ্য গুণগ্রাহীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে শ্রদ্ধা জানাচ্ছেন কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে কাজী ইনাম আহমেদ এ সময় সালমান এফ রহমান বলেন, ‘শাহেদ ভাইয়ের সঙ্গে আমি খুবই ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আবাহনীর সবচেয়ে খারাপ সময়ে উনি যেভাবে আবাহনীর পাশে দাঁড়িয়েছিলেন, তিনি যদি তা না করতেন, তাহলে আজকে আবাহনী যে জায়গায় দাঁড়িয়ে আছে, তা সম্ভব হতো না। শাহেদ ভাই যেটা বিশ্বাস করতেন, সেটা নিয়ে তিনি কম্প্রোমাইজ করতেন না। আমি মনে করি, শাহেদ ভাই এবং তার স্ত্রীর সফলতা হচ্ছে তাদের তিন সন্তান। তাদের মানুষ করেছেন এবং ওনার যে চারিত্রিক গুণাবলি ছিল, তা আমরা তার তিন ছেলের মধ্যে পেয়েছি। তিনি অনেক কিছু করেছেন। কিন্তু তিন সন্তানকে এভাবে মানুষ করাটা অনন্য বিষয়।’

জানাজার আগে কাজী সালাউদ্দিন বলেন, ‘আবাহনীর দুঃসময়ে তিনি নিজের ঘাড়ে দায়িত্ব নেন। তার সঙ্গে সবার একটি মিশ্র সম্পর্ক ছিল। তিনি অনেকের জন্য অনুপ্রেরণা। উনি যেমন কঠোর ছিলেন, তেমনি নরমও ছিলেন। খেলোয়াড় হিসেবে আমার সঙ্গে ওনার অনেক স্মৃতি আছে। আমরা সবাই তাকে খুব মিস করবো।’

কাজী শাহেদ আহমেদের বড় ছেলে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের বাবা দীর্ঘদিন আবাহনীর সঙ্গে যুক্ত ছিলেন। সেই ৭০ দশক থেকে তিনি আবাহনীর দুর্দিনে হাল ধরেন। তারপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকে আমাদের ক্লাব এই পর্যায়ে এসেছে। দেশের অনেক খেলোয়াড় তার অধীনে খেলেছেন। তিনি একইসঙ্গে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন। তিনি একজন প্রকাশক ও সম্পাদক ছিলেন। তিনি রাজনৈতিক অঙ্গনে কাজ করেছেন। তবে ক্রীড়া অঙ্গনে তার অবদান উল্লেখযোগ্য। তিনি সবসময় আধুনিকায়নের মাধ্যমে ক্রীড়া অঙ্গনে কাজ করে গেছেন।’

বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন

এ সময় কাজী শাহেদ আহমেদের ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বলেন, ‘বাবা আমাদের তিন ভাইকেই খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন। খেলার প্রতি ওনার বিশাল ভালোবাসা ছিল। আবাহনীর প্রতি তার যে ভালোবাসা তা বুঝানো যাবে না। আমাদের যে ভালোবাসার মধ্য দিয়ে ক্রীড়া অঙ্গনে তিনি নিয়ে এসেছেন—আশা করছি সামনে এটি আমরা ধরে রাখবো।’

আবাহনী লিমিটেড প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে ফুল দিয়ে কাজী শাহেদ আহমেদকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় আবাহনী লিমিটেডের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সালমান এফ রহমান। এরপর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসব সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রহমতগঞ্জ এম এফ এস, সোনালী অতীত ক্লাব ঢাকা ও যশোর, আবাহনীর সাবেক খেলোয়াড়বৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী ক্লাব লিমিটেডের পরিচালকবৃন্দ, আবাহনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউন, সংগীত সংগঠন রবীরাগ।

বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন উল্লেখ্য, সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কাজী শাহেদ আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর ৯ মাস। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী। তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। মেজো ছেলে কাজী আনিস আহমেদ খ্যাতিমান লেখক এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস-এর প্রকাশক। ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক।

ছবি: নাসিরুল ইসলাম ও সাজ্জাদ হোসেন

/এসও/এপিএইচ/এমওএফ/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ১৬:৪১
আবাহনীতে শ্রদ্ধায় সিক্ত কাজী শাহেদ আহমেদ
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
স্মরণসভায় বক্তারাস্রোতের বিপরীতে নির্ভয়ে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
কাজী শাহেদ আহমেদের স্মরণসভা শুক্রবার
স্মরণসভায় বক্তারা‘নিষ্ঠা ও প্রেরণার বাতিঘর কাজী শাহেদ আহমেদ’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৫)
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
কলেজের অধ্যক্ষকে মারধর করে পুলিশে দিলেন এনসিপির নেতাকর্মীরা
আরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
বেইলি রোডের সিরাজ টাওয়ারে আগুনআরেকটি গ্রিন কটেজ থেকে রক্ষা পেলাম: ফায়ার সার্ভিস
সর্বাধিক পঠিত
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ঝকঝকে ত্বক পেতে যেভাবে ব্যবহার করবেন চিয়া সিড
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
ব্যারিস্টার রাজ্জাকের জানাজা পড়ালেন ছেলে, প্রিয় আইনাঙ্গন থেকে শেষ বিদায়
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ
স্বাস্থ্য ক্যাডার পুনর্গঠন করে বাংলাদেশ হেলথ সার্ভিস করার সুপারিশ