X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১
দোয়া মাহফিলে স্মৃতিচারণ

নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৪

বাংলাদেশে আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ সারা জীবন নিষ্ঠার সঙ্গে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। যখনই যে কাজে হাত দিয়েছেন, তিনি সে কাজ নিষ্ঠার সঙ্গে করেছেন। একজন ব্যবসায়ী হলেও তিনি ছিলেন প্রকৃত একজন উদ্যোক্তা। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের কেন্দ্রীয় মসজিদ আজাদ মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের পূর্বে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা তুলে ধরেন কাজী শাহেদ আহমেদের বড় ছেলে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

কাজী শাহেদ আহমেদ (ফাইল ছবি)

তিনি বলেন, ‘আমার বাবা কাজী শাহেদ আহমেদ উদ্ভাবনী কাজ করতে পছন্দ করতেন। সৃষ্টিশীল মানুষ ছিলেন তিনি। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগান তৈরি করেন। ভেজালমুক্ত খাবার সবার কাছে পৌঁছে দিতে তিনি আগে থেকেই কাজ করে এসেছেন।’ মোনাজাতে অংশ নেন ক্রীড়াঙ্গণের তারকারা

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা সারা জীবন দেশের জন্য কাজ করে গেছেন উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘বাবা ছিলেন একজন সমাজ সেবক। কয়েকটি এতিমখানা পরিচালনা করে আসছিলেন তিনি। নিঃস্বার্থভাবে জনগণকে ভালবাসতেন।’

দোয়ায় অংশ নিয়েছেন বিশিষ্টজনরা

কাজী শাহেদ আহমেদ একজন পারিবারিক মানুষ ছিলেন উল্লেখ করে তার বড় সন্তান আরও বলেন, ‘তিনি পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। বিশাল মনের মানুষ তিনি। মানুষকে সহায়তা করতে পছন্দ করতেন। সারা বাংলাদেশের মানুষের মনে থাকবেন কাজী শাহেদ আহমেদ। তার সৃষ্টি কর্ম ধরে রাখতে আমরা ভাই ও পরিবারের সদস্যরা কাজ করবো।’

এর আগে গত ২৮ আগস্ট (সোমবার) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কাজী শাহেদ আহমেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর ৯ মাস। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অংশ নিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন

দোয়া মাহফিলে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজী শাহেদ আহমেদের স্ত্রী বিশিষ্ট সংগীতশিল্পী আমিনা আহমেদ, মেজো ছেলে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ এবং ছোট ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইনাম আহমেদসহ পরিবারের সদস্যরা।

কাজী শাহেদ আহমেদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাচ্ছেন মোনাজাতে অংশগ্রহণকারীরা

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদসহ কাজী শাহেদের নিজ হাতে গড়া জেমকন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/আরটি/ইউএস/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
০১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১০
নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন কাজী শাহেদ আহমেদ
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
সম্পর্কিত
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বশেষ খবর
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
ঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তীঢাকাই সিনেমায় রবীন্দ্রনাথ...
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা