X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে যশোরে শোকের ছায়া

তৌহিদ জামান, যশোর
২৯ আগস্ট ২০২৩, ০০:২৯আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৬:১২

বাংলাদেশের আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে তার জন্মভূমি যশোরে শোকের ছায়া নেমেছে। সোমবার (২৮ আগস্ট) রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও আদালতপাড়া এবং ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে। 

বরেণ্য এই ব্যক্তিত্বের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে জেলার এসব অঙ্গনে যুক্ত ব্যক্তিরা বলেছেন, যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি প্রকাশক হারালো। সাংস্কৃতিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে তিনি ছিলেন একজন পুরোধা। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘তার মৃত্যু দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে যশোর সদর আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বলেছেন, ‌‘একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক, লেখক ও আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

কাজী শাহেদ আহমেদ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি ছিলেন জানিয়ে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের দুঃসময়ের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি। যখন আবাহনী ক্রীড়া চক্রের নাম নেওয়া যেতো না, সেসময় সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশ করেছেন, সততা ও আপসহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের স্বাধীনতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে ছিলেন আপসহীন এবং অনুকরণীয়। তার মতো লেখক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যম ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। হঠাৎ তার চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, ‘কাজী শাহেদ আহমেদ যশোরের গর্বিত সন্তান। তার জন্য আমরাও গর্বিত। শিল্পরসিক ব্যক্তিত্ব ছিলেন। তিনিসহ তার পুরো পরিবার শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে সুপরিচিত। তিনি আমাদের ছায়ার মতো ছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য চরম বেদনার।’

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, ‘যতদূর মনে পড়ে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম দাবি তার প্রকাশিত দৈনিক আজকের কাগজ পত্রিকায় উঠে এসেছিল। সেই বিচার বাংলাদেশে দৃষ্টান্ত তৈরি করেছে। তার মৃত্যু আমাদের পথপ্রদর্শক শূন্য করেছে। গভীর শোক জ্ঞাপন করছি।’

সাংবাদিকদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কাজী শাহেদ আহমেদ উল্লেখ করে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, ‘বিভিন্ন সময়ে প্রেসক্লাব যশোরের উন্নয়নকাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যবর্গ। শুধু প্রেসক্লাব নয়, যশোরের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজী শাহেদ আহমেদের ভূমিকা ও অবদান অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতি প্রকাশককে হারালো। তবে এদেশে আধুনিক সাংবাদিকতা যতদিন থাকবে ততদিন বেঁচেই থাকবেন এই গুণীজন।’

সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি। আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে, যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা রেখেছে।

/এএম/
টাইমলাইন: কাজী শাহেদ আহমেদের জীবনাবসান
২৯ আগস্ট ২০২৩, ০৪:০৪
২৯ আগস্ট ২০২৩, ০০:২৯
কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে যশোরে শোকের ছায়া
সম্পর্কিত
টিএসসির কোলাহলের পাশেই নিজ রিকশায় চিরনিদ্রায় চালক
আরও ১৩ জনের করোনা শনাক্ত
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক