X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ইউক্রেনকে বিনামূল্যে ড্রোন দেবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২, ১৪:৪৬আপডেট : ২৮ জুন ২০২২, ১৪:৪৬

ইউক্রেনকে বিনামূল্যে তিনটি ড্রোন দেবে তুরস্ক। তুরস্কের বহুল আলোচিত বায়রাখতার টিবি২ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কার ডিফেন্সের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেন ২০১৯ সালে তুরস্কের কাছ থেকে প্রথমবারের মতো স্বল্প উচ্চতায় উড়তে সক্ষম মনুষ্যহীন এই আকাশযানের ছয়টি কিনেছিল। ছয় কোটি ৯০ লাখ ডলারের চুক্তিতে এসব ড্রোন কেনা হয়। প্রতিটি বায়রাখতার টিবি২ সিস্টেমে রয়েছে ছয়টি ড্রোন, দুটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং আনুষঙ্গিক সামগ্রী। ফলে প্রাথমিকভাবে ইউক্রেন একটি পূর্ণাঙ্গ সিস্টেম কেনে। এসব ড্রোনের পাল্লা তিনশ’ কিলোমিটারের বেশি। টিকে থাকতে পারে ২৭ ঘণ্টা পর্যন্ত। বহন করতে পারে চারটি পর্যন্ত লেজার গাইডেড অস্ত্র।

রুশ আগ্রাসন শুরুর পর ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইউরি ইগনাট জানান, তাদের কাছে প্রায় ২০টি বায়রাখতার ড্রোন রয়েছে। তবে ইউক্রেনে এ পর্যন্ত মোট কতটি ড্রোন সরবরাহ করা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানিয়ে আসছে তুরস্ক এবং ইউক্রেনের কর্তৃপক্ষ।

সোমবার রাতে টুইটারে দেওয়া পোস্টে ইউক্রেনকে অনুদান হিসেবে তিনটি বায়রাখতার টিবি২ ড্রোন দেওয়ার কথা জানায় বায়কার ডিফেন্স। ইউক্রেনের জন্য তুর্কি ড্রোন কেনার অর্থ সংগ্রহে তহবিল গঠনের ক্যাম্পেইনের কথাও উল্লেখ করে প্রতিষ্ঠানটি। বায়কার জানিয়েছে, ওই তহবিলের অর্থ নেওয়ার বদলে সেটি ইউক্রেনের সংগ্রামী জনগণের কাছে পাঠানো হবে।

বায়রাখতার টিবি২ ড্রোন প্রথম নিজের সক্ষমতার প্রমাণ দেয় লিবিয়া ও সিরিয়ায়। রাশিয়ার তৈরি আকাশযানের বিরুদ্ধে এগুলো এসব স্থানে কার্যকরভাবে ব্যবহার করে তুরস্ক। আর্মেনিয়া-আজারবাইজান সংঘাতে ড্রোনটি নিজের সুনাম ধরে রাখে। এসব সংঘাতে ড্রোনটি সফলভাবে সামরিক যান এবং ভ্রাম্যমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়।

রুশ বাহিনীর বিরুদ্ধে কীভাবে ব্যবহার হচ্ছে এই ড্রোন?

আগ্রাসন শুরুর পর রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের বায়রাখতার টিবি২ ড্রোন ব্যবহারের কথা প্রথম জানা যায় গত ২৭ ফেব্রুয়ারি। সেদিন ইউক্রেনের জেনারেল সেরহাই সাপতালা টুইটারে একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন। তাতে দেখা যায়, কিয়েভের উত্তর-পশ্চিমে প্রায় একশ’ কিলোমিটার দূরে রাশিয়ার একটি বিইউকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে টিবি২। এরপর ইউক্রেনের বিমান বাহিনী রুশ লক্ষ্যবস্তুতে দুটি হামলার কথা নিশ্চিত করেছে। তবে আরও অনেক হামলার তথ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলো যাচাই করা সম্ভব হয়নি।

টিবি২ ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা ইউক্রেন লাভ করে গত বছর। ২০২১ সালের অক্টোবরে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডনবাস অঞ্চলে টিবি২ ড্রোন ব্যবহারের কথা নিশ্চিত করে। ওই সময় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে রাশিয়ার ইলেক্ট্রনিক যুদ্ধাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা মোতায়েন থাকার পরও ড্রোন হামলায় সফলতার দাবি করে ইউক্রেন। হামলার পর মস্কো অভিযোগ তোলে, কিয়েভ উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। জবাবে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, ইউক্রেন মাত্র একবারই ড্রোনটি ব্যবহার করেছে। তারপর শত্রু সেনারা আর কখনও এই ড্রোন সিস্টেমকে চ্যালেঞ্জ জানায়নি।

ডনবাস অঞ্চলে রুশ হামলার পর ইউক্রেন আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, রুশ আগ্রাসন রুখতে এবং ইউক্রেনের স্বার্থ রক্ষায় তারা বায়রাখতার ড্রোন যুদ্ধে ব্যবহারের কৌশল ও পদ্ধতি বাড়ানো অব্যাহত রাখবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!