X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৩

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বন্দি বিনিময়ে মধ্যস্থতা করায় তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের মুখপাত্র কারিন জিন-পিয়েরে। এ সময় তিনি বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

কারিন জিন-পিয়েরে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময়কে স্বাগত জানায়।’

এই বন্দি বিনিময়ের আওতায় ইউক্রেন থেকে আটক হওয়া দুই মার্কিন নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কারিন জিন-পিয়েরে বলেন, যেসব মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে তাদের পুনরায় মিলিত হওয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।

মুক্তি পাওয়া দুই মার্কিন নাগরিক হলেন ৩৯ বছরের আলেকজান্ডার জন-রবার্ট ড্রুক এবং ২৭ বছরের অ্যান্ডি তাই এনগক হুইন। যুক্তরাষ্ট্রের আলাবামার বাসিন্দা এই দুই ব্যক্তি গত জুনে খারকিভে লড়াইয়ের সময় বন্দি হয়েছিলেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার পর শুক্রবার তারা নিজ দেশে পৌঁছান।

যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এটিই সবচেয়ে বড় আকারের বন্দি বিনিময়। আল জাজিরার খবরে বলা হয়েছে, এর আওতায় রাশিয়া বিদেশি নাগরিকসহ ২১৫ জন ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে সামরিক বাহিনীর পাঁচ জন কমান্ডারও রয়েছেন। বিনিময়ে ৫৫ জন রুশ নাগরিক এবং মস্কোপন্থী ইউক্রেনীয় রাজনীতিক ভিক্টর মেদভেদচুককে মুক্তি দিয়েছে কিয়েভ।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, এই বন্দি বিনিময়ের ঘটনায় আঙ্কারা সংলাপ ও কূটনীতির শক্তিতে বিশ্বাসের ফল পেয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার বিরোধ নিরসনের প্রচেষ্টা আরও জোরদার করতে জাতিসংঘের প্রতিও আহ্বান জানান তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!