X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাশিয়ার পারমাণবিক যুদ্ধের মন্তব্য নিয়ে যা বললেন বাইডেন

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ২২:২৪আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২২:৪৬

ইউক্রেনের চলমান যুদ্ধ পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে বলে রাশিয়ার মন্তব্যের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এই মন্তব্য রাশিয়ার ব্যর্থতার প্রতিফলন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সম্প্রতি রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিমারা কিয়েভকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখলে পারমাণবিক যুদ্ধে গড়াতে পারে ইউক্রেনে চলমান যুদ্ধ। পারমাণবিক যুদ্ধের ‘গুরুতর ও বাস্তব’ ঝুঁকিকে অবমূল্যায়ন না করারও আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘এই ঝুঁকি এখন যথেষ্ট। বিপদ গুরুতর ও বাস্তব। এর অবমূল্যায়ন করা আমাদের উচিত হবে না।’

বৃহস্পতিবার হোয়াইট হাউজে ইউক্রেনের জন্য মার্কিন সহযোগিতা পরিকল্পনা তুলে ধরার সময় বাইডেন এই মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন, রাশিয়ার মন্তব্য তাকে উদ্বিগ্ন করছে। কারণ এতে রাশিয়ার বেপরোয়া মনোভাব প্রকাশিত হচ্ছে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে কানও অলস মন্তব্য করা উচিত না।

বাইডেন বলেছেন, আগ্রাসনের জয় হবে না, হুমকি জিততে পারবে না।

তিনি উল্লেখ করেছেন, ইউক্রেনের যুদ্ধ গুরুতর সমস্যা হাজির করেছে কিন্তু ভবিষ্যতের যুদ্ধ এড়ানোর সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। বলেন, এসব পদক্ষেপ হলো সত্যের জন্য–রাশিয়ার আগ্রাসন ও ভবিষ্যতে সংঘাতে ঝুঁকি কমাতে আমাদের যে ক্ষুদ্র মূল্য দিতে হচ্ছে তা হলো ইউক্রেনের স্বাধীনতা ও নিরাপত্তায় এই বিনিয়োগ।

পুতিনের প্রতি ‘আপিন কখনও ইউক্রেনে প্রভাব বিস্তারে সফল হবেন না,’ স্পষ্ট বার্তা দিয়ে বক্তব্য শেষ করেন বাইডেন।

বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাইডেন। এসময় এক সাংবাদিক জানতে চান যুক্তরাষ্ট্র কি এখন রাশিয়ার সঙ্গে ‘ছায়াযুদ্ধে’ জড়িয়ে পড়েছে এবং ক্রেমলিনের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা।

জবাবে বাইডেন বলেন, তারা যা কিছু করুক আমরা প্রস্তুত।

রাশিয়া একাধিকবার ইঙ্গিত দিচ্ছে যে, ইউক্রেনকে পশ্চিমাদের সহযোগিতা-বিশেষ করে সামরিক সহযোগিতা-ছায়াযুদ্ধে মতো।

এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার হুমকিকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যায়িত করেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।’

পারমাণবিক সংঘাত নিয়ে রাশিয়ার বাগাড়ম্বরের কথা উল্লেখ করে জন কিরবি বলেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া