X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

অবশেষে ইউক্রেনে সেই ‘গেম চেঞ্জার’ অস্ত্র পাঠাতে সম্মত যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২২, ১২:৫৫আপডেট : ২৮ মে ২০২২, ১২:৫৫

অবশেষে ইউক্রেনে দূরপাল্লার অত্যাধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস (এমএলআরএস) পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বিষয়টি নিয়ে বাইডেন প্রশাসনের অনুমোদন মিলেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

তাৎক্ষণিকভাবে বিষয়টির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে এটি পাঠানোর বিষয়ে আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

পূর্ব ইউক্রেনের ডনবাসে রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে সম্প্রতি অত্যাধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমস পাঠাতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের ওপর চাপ জোরদার করে কিয়েভ। তবে ইউক্রেনের দিক থেকে চাপ সত্ত্বেও দেশটিকে এটি সরবরাহের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সংশয় ছিল।

গত সপ্তাহে অজ্ঞাত কর্মকর্তার বরাতে পলিটিকো জানিয়েছে, ইউক্রেনকে অত্যাধুনিক, বেশি ধ্বংসাত্মক ও দূরপাল্লার মার্কিন এমএলআরএস ও হিমার্স সরবরাহ করাকে সংঘাতের উসকানি হিসেবে দেখতে পারে মস্কো। বাইডেন ও ন্যাটো নেতারা বারবার জোর দিয়ে বলে আসছেন, ট্রান্স আটলান্টিক জোটটিকে মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে লিপ্ত করা যাবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাশিয়ার দিক থেকে উসকানির অভিযোগ তোলা হলে তার যেন একটি যৌক্তিক জবাব দেওয়া যায় সেটি নিশ্চিত করতে চায় বাইডেন প্রশাসন। এক্ষেত্রে গ্রহণযোগ্য যুক্তি হতে পারে, ইউক্রেনকে রুশ ভূখণ্ডে আঘাত করার মতো যুদ্ধাস্ত্র দিচ্ছে না ওয়াশিংটন। বরং আত্মরক্ষায় কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

এমএলআরএস কী?

এই রকেট লঞ্চারগুলো সামরিক যানে বসানো হয়, হাউইটজারের তুলনায় এগুলো বহন সহজ, রাশিয়ার কামান নিক্ষেপ থেকে ইউক্রেনের সেনারা নিজেদের রক্ষার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রে দুই ধরনের এমএলআরএস রয়েছে। একটি হলো এম২৭০, যা ১৯৮৩ সালে প্রথম উৎপাদন করা হয়। এটির রকেট ২০ থেকে ৪০ মাইলের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অত্যাধুনিক রকেট সহকারে তা ১০০ মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে।

দ্বিতীয়টি হলো এম১৪২ হিমার্স, যা ১৯৯০ দশকে তৈরি হয়। এটি সাধারণ রকেটসহ ১৮৬ মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। বিশেষায়িত গোলা ব্যবহার করে ২১০ মাইল পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নিপুণ এই অস্ত্রটি। ইউক্রেনের কাছে এখন যেসব এম৭৭৭ হাউইটজার রয়েছে সেগুলো সর্বোচ্চ ২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক