রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রিমিয়ায় একটি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহতের দাবি করেছে। বৃহস্পতিবার ভোরে এই হামলা হয়। পৃথক ঘটনায় মস্কোর মেয়র দাবি করেছেন, রাজধানীর বাইরে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
রুশ মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলের কাছে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এছাড়া অপর ৯টি ড্রোন ইলেক্ট্রনিক যুদ্ধের সক্ষমতা দিয়ে অচল করা হয়েছে। এগুলো কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে।
মস্কোর দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন প্রতিবেশী কালুগা ও ওডিনস্তোভ জেলার উপকণ্ঠে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছিলেন, রুশ রাজধানীর দিকে অগ্রসর হওয়া দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
দুই দিনের ভেতরে দ্বিতীয় ড্রোন হামলা প্রতিহতের কথা জানালেন রুশ কর্মকর্তারা।
সিএনএন-এর পক্ষ থেকে এসব হামলার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় শহরগুলোতে নিয়মিত ড্রোন হামলার চেষ্টা করে আসছে ইউক্রেনের সেনাবাহিনী।
গত কয়েক দিন ধরে মস্কোতে ড্রোন হামলা বেড়েছে। এমন হামলায় জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করে না ইউক্রেন। তবে এমন হামলার খবর প্রকাশের পর দেশটির কর্মকর্তারা উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন।
এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, রাশিয়ায় যুদ্ধ ফিরে যাচ্ছে। মস্কোয় ড্রোন হামলা বেড়ে যাওয়ার মধ্যে এই মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলা ছিল অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত।’