পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের বাখমুতে রুশ সেনাবাহিনীর তিন অভিজাত ব্রিগেডের বিরুদ্ধে সাফল্য পাওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) সম্মুখ লড়াইয়ে রুশ সেনাদেরকে পরাজিত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় পদাতিক বাহিনীর জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি সোমবার বলেন, পূর্ব ইউক্রেনীয় বাখমুতের ক্লিশচিভকা ও আন্দ্রিভকা গ্রাম পুনরুদ্ধার করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল।
তিনি আরও বলেন, বাখমুত লড়াইয়ে শত্রুদের অভিজাত সেনাদেরকে পরাজিত করেছি। পরাজিত ইউনিটগুলোর মধ্যে হলো ৭২তম মোটর রাইফেল ব্রিগেড, ৩১তম ও ৮৩তম এয়ার অ্যাসল্ট ব্রিগেড।
ক্লিশচিভকা ও আন্দ্রিভকা পুনরুদ্ধারের প্রশংসা করে সিরস্কি বলেন, ইউক্রেনীয় বাহিনী অগ্রগতি অব্যাহত রেখেছে। রুশ প্রতিরক্ষা লাইন ভেঙ্গে সাফল্য পেয়েছে। যদিও মস্কোর এই জায়গা ফিরে পাওয়ার জন্য পাল্টা আক্রমণ করছে।
ইউক্রেনের সামরিক মুখপাত্র ইলিয়া ইয়েভলাশও ক্লিশচিভকার কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়ে একটি টেলিভিশন চ্যানেলে বলেন, এই অঞ্চলের পুনরুদ্ধার বাখমুতের দক্ষিণ অংশকে উন্মোচিত করেছে। যা অগ্রগতির জন্য সহায়ক হবে।
শনিবার আন্দ্রিভকার নিয়ন্ত্রণ হারানোর বিষয় অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।