X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

এমপি আনোয়ারুল আজীম খুন: যা বলছেন স্থানীয় নেতারা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
২২ মে ২০২৪, ১৪:৫৯আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৩৮

ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার কী কারণে খুন হয়েছেন, সর্বস্তরে বিষয়টি নিয়েই আলোচনা চলছে। যদিও এ ব্যাপারে সঠিক কোনও তথ্য দিতে পারেননি দলীয় নেতাকর্মীরা।

হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত রয়েছে সে বিষয়েও স্থানীয় প্রশাসন থেকে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু। তিনি বলেন, ‘আমরা মানসিকভাবে কষ্ট পেয়েছি। একজন সংসদ সদস্য পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে খুন হবে এমনটি ভাবিনি। তার মৃত্যুতে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, কালীগঞ্জ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলো। কেন, কী কারণে তাকে খুন করা হলো—আমরা এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি দলের কোনও লোক, আত্মীয়স্বজন কিংবা বন্ধুবান্ধব জড়িত থাকে অথবা ওই দেশের কেউ জড়িত থাকে, তাদের আমরা আইনের আওতায় আনতে চাই।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি বলেন, ‘এমপি আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চিকিৎসা নিতে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে জানতে পারলাম তাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। এরপর আমরা প্রশাসনকে বিষয়টি জানানোর পর তারা তৎপর ছিল। দুঃখজনক হলেও জানতে পারলাম তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন হোক। পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে আমাদের অনুরোধ, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় এনে জাতির সামনে তুলে ধরা হোক।’

ওহিদুজ্জামান ওদু (ছবি: প্রতিবেদক)

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘তিনি (আজীম) গিয়েছিলেন কানের চিকিৎসার জন্য। তিনি আমাদের দলের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। ঘটনা শুনে আমরা ব্যথিত ও মর্মাহত। বলার ভাষা নেই।’ দলীয়ভাবে আপনারা কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এযাবৎ বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছে। এ বিষয়ে এখনই আমি মন্তব্য করতে পারছি না।’

এমপি আজীমের মরদেহ কবে বাংলাদেশে আসবে সে বিষয়ে কেউ কিছু নিশ্চিত করে বলতে পারছেন না। তবে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি জানান, লাশের ময়নাতদন্ত ও দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহ আসতে দেরি হতে পারে।

/কেএইচটি/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
কাকরাইলে বাসের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর
ঘন কুয়াশায় চার গাড়ির সংঘর্ষে ঝরলো প্রাণ, আহত ২০
স্বামী ছেড়ে প্রেমিককে বিয়ে করতে গিয়ে হত্যার শিকার দৃষ্টি
সর্বশেষ খবর
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার