X
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
৩০ মাঘ ১৪৩১

এমপি আনারের জন্য শোক প্রস্তাব ওঠেনি সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৪, ১৮:৪৩আপডেট : ০৫ জুন ২০২৪, ২০:১০

দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার (৫ জুন)। রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য ও বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের জন্য কোনও শোক প্রস্তাব গ্রহণ করা হয়নি  হয়নি।

সম্প্রতি কলকাতায় গিয়ে তার ‘খুনের’ তথ্য জানাজানি হলেও হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করেনি সংসদ। এমননি তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা হয়নি।

আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে গত ২২ মে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তার লাশ এখনও পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনাস্থল ভারতের সরকার বা বাংলাদেশ থেকেও ওই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ অবস্থায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণার বিষয়ে অপেক্ষা করছে সংসদ সচিবালয়। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে।

এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাটি ব্যতিক্রম। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তারা আরও অপেক্ষা করবেন।

৫ জুন সংসদ অধিবেশনের আগেই একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। কিন্তু লাশ এখনও না মেলায় বিষয়টির কোনও সমাধা হয়নি। 

উল্লেখ্য, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনও কারণে সংসদের কোনও আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য (মৃত্যুর তারিখ থেকে) ঘোষণা করা হয়। পরে গেজেটের কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে।

যাদের জন্য শোক প্রস্তাব

ইরানের রাষ্ট্রপতি ড. সৈয়দ ইব্রাহিম রাইসিসহ দেশের তিন জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ শোক প্রস্তাব উত্থাপন করেন।

যেসব সাবেক সংসদ সদস্যের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয় তারা হলেন, একাদশ জাতীয় সংসদে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার, একাদশ জাতীয় সংসদে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. মনজুর হোসেন ও তৃতীয় জাতীয় সংসদের বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু।

অন্য যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়– বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো; আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য শফি আহম্মেদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম, কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক হামিদুল হক চৌধুরী এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ।

এছাড়া সম্প্রতি সারা দেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালে হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়। 

শোক প্রস্তাবে মৃত্যুবরণকারী সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান হয়। মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন স্বতন্ত্র সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী।

/ইএইচএস/এফএস/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
০৫ জুন ২০২৪, ১৮:৪৩
এমপি আনারের জন্য শোক প্রস্তাব ওঠেনি সংসদে
সম্পর্কিত
সংসদে নারীদের জন্য ১০০ নয়, ১০-২০টি আসনই সংগত: ইসলামী ফ্রন্ট
নারী আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ, সমমর্যাদা ও সুযোগ কতদূর
নির্বাচিত সংসদ ছাড়া সংস্কারের কোনও বৈধতা দিতে পারবো না: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, বাঁচাতে গিয়ে আহত ২
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, বাঁচাতে গিয়ে আহত ২
ভারত শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দেবে, প্রত্যাশা মির্জা ফখরুলের
ভারত শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দেবে, প্রত্যাশা মির্জা ফখরুলের
ঢাবিতে উচ্চশব্দে মাইক ব্যবহার, শিক্ষার্থীদের প্রতিবাদ
ঢাবিতে উচ্চশব্দে মাইক ব্যবহার, শিক্ষার্থীদের প্রতিবাদ
অপারেশন ডেভিল হান্ট নিয়ে উদ্বিগ্ন হিউম্যান রাইটস ওয়াচ
অপারেশন ডেভিল হান্ট নিয়ে উদ্বিগ্ন হিউম্যান রাইটস ওয়াচ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
শিক্ষার্থীদের নতুন দল গঠনে জরিপ: যা লিখছেন সাধারণ মানুষ
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
জাতিসংঘ মিশনে মনোনীত হবেন না র‍্যাব, ডিজিএফআই বা ডিবি সদস্য
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত
ট্রাম্প ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন: জামায়াত