X
শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
এমপি আনার হত্যা

‘পরিচয়-বেশভূষা পাল্টে পাহাড়ে আত্মগোপন করে ফয়সাল-মোস্তাফিজ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৪, ১৭:৪৬আপডেট : ২৭ জুন ২০২৪, ১৭:৪৬

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের উদ্দেশ্যে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে এলে আসামি ফয়সাল ও মোস্তাফিজ নিজেদের নাম-পরিচয় ও বেশভূষা পাল্টে পাহাড়ে আত্মগোপন করে। ওই দুই আসামির রিমান্ড আবেদনে এ তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান।

বৃহস্পতিবার (২৭ জুন) আসামি ফয়সাল আলী সাহাজী ও মোস্তাফিজুর রহমান ফকিরকে আদালতে হাজির করে ১০ দিনের চেয়ে আবেদন করেন তিনি।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার তদন্তে পাওয়া তথ্যের সঙ্গে সরাসরি জড়িত শিমুল ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি পর্যালোচনা ও তদন্তকালে জানা গেছে, সাংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ করে হত্যার ক্ষেত্রে শিমুল ভূঁইয়ার কিলিং মিশনের সহযোগী হিসেবে ফয়সাল ও মোস্তাফিজুর রহমানের (ভাড়াটে খুনি) সংশ্লিষ্টতার প্রসঙ্গ উঠে আসে। ফয়সাল, মোস্তাফিজ ও জিহাদকে নিয়েই শিমুল ভূঁইয়া কিলিং মিশন বাস্তবায়ন করে। প্রধান ভাড়াটে খুনি শিমুল ভূঁইয়া ও আক্তারুজ্জামান শাহীন পরিকল্পনা অনুযায়ী ফয়সাল ও মোস্তাফিজকে বড় অঙ্কের অর্থ দেবে বলে গত ২ মে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে হোটেলে রাখে। তারপর হোটেল থেকে মোস্তাফিজ ১০ মে এবং ফয়সাল ১২ মে কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন ভবনে ওঠে। এদিকে এমপি আনার ১২ মে কলকাতায় যান এবং ১৩ মে আসামিদের প্রলোভনে ফয়সাল ও শিমুল ভূঁইয়ার সঙ্গে সঞ্জিভা গার্ডেনের বাসায় যান।

আরও বলা হয়, পরিকল্পনার অংশ হিসেবে শিমুল ভূঁইয়ার নির্দেশে এমপি আনারকে হত্যার কার্যক্রম শুরু করে ফয়সাল, মোস্তাফিজ, জিহাদ। বিষয়টি বুঝতে পেরে আনার চলে যেতে চাইলে ফয়সাল পেছন থেকে তার গলা ধরে চেতনানাশক ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল দিয়ে মুখ চেপে ধরে। শিমুল ভূঁইয়াদের সহযোগিতায় অজ্ঞান করে এমপি আনারকে হত্যা করে মোস্তাফিজ। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে শিমুল ভূঁইয়ার নেতৃত্বে ও নির্দেশে মৃতদেহ কেটে হাড় থেকে মাংস আলাদা করা হয়। পূর্ব পরিকল্পিতভাবে এমপি আনারকে প্রলুব্ধ করে বাংলাদেশ থেকে কলকাতার নিউ টাউনের বাসায় নেওয়া এবং হত্যার পর লাশ গুম করা পর্যন্ত শিমুল ভূঁইয়া, ফয়সাল, মোস্তাফিজ, সিয়াম ও জিহাদ প্রত্যক্ষভাবে কাজ করে।

এমপি আনারকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশিত হলে ফয়সাল ও মোস্তাফিজ নিজেদের নাম পরিচয় ও চেহারা পরিবর্তন করে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। তদন্তকালে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় ফয়সাল ও মোস্তাফিজকে খুঁজে বের করা ও গ্রেফতার চেষ্টা অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হয়। ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, ফয়সাল ও মোস্তাফিজ চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ ২৪ জুন দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরে ২৬ জুন বিকাল সাড়ে ৪টার দিকে ফয়সাল ও মোস্তাফিজকে চট্টগ্রাম জেলার ভোজপুর থানার শ্রী শ্রী মা পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত শুনানি শেষে তাদের ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় শিমুল ভূইঁয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইঁয়া ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূইঁয়া ও সিলিস্তা রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছে। এছাড়া গ্রেফতার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু রিমান্ড শেষে কারাগারে রয়েছেন।

/এআই/আরকে/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
২৭ জুন ২০২৪, ১৭:৪৬
‘পরিচয়-বেশভূষা পাল্টে পাহাড়ে আত্মগোপন করে ফয়সাল-মোস্তাফিজ’
সম্পর্কিত
শ্যামলীতে যুবকের সর্বস্ব ছিনতাই, ২ আসামির দায় স্বীকার
র‌্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ জন কারাগারে
ঝালকাঠির আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার
সর্বশেষ খবর
জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা
জাতীয় ব্যাডমিন্টনে হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প
ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি জেট ভূপাতিত হয়েছে: ট্রাম্প
জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত: ডা. তাহের
জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে জামায়াত: ডা. তাহের
যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার
যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার
সর্বাধিক পঠিত
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
জামায়াতের সম্মেলনকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রশাসনের নির্দেশনা
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
সমাবেশের জন্য বিশেষ ট্রেন নিয়ে সমালোচনা: ব্যাখ্যা দিলো রেল কর্তৃপক্ষ
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
জামায়াতের সমাবেশে কারা যাচ্ছেন
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা
দেশের জন্য সোনালি ভবিষ্যৎ অপেক্ষা করছে: বাণিজ্য উপদেষ্টা