X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আজভস্টলের সব বেসামরিক নাগরিক উদ্ধার: ইউক্রেন

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ০৯:৩০আপডেট : ০৮ মে ২০২২, ১৩:৫৮

আজভ সাগরের উত্তরের উপকূলীয় শহর মারিউপোল। ইউক্রেনের এই শহরের অবরুদ্ধ আজভস্টল স্টিল কারখানায় আটকে থাকা শেষ বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করেছে ইউক্রেন সরকার।

ইউক্রেনীয় উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক শনিবার জানিয়েছেন, নারী-শিশু ও প্রবীণদের বিশাল স্টিল মিলের বাংকার থেকে বের করে আনা হয়েছে। জীবণ রক্ষার জন্য সেখানে তারা সামান্য পানি, খাবার এবং ওষুধ খেয়েই রুশ হামলার বিরুদ্ধে লড়াই করছিল। ভেরেশচুক টেলিগ্রাম বার্তায় জানান, মারিউপোলে মানবিক অভিযানের এই অংশটি শেষ করা গেছে।

যুদ্ধ শুরুর প্রথম দিকেই বিশাল স্টিল কারখানায় আটকা পড়েন তারা। কারখানা দখল নিয়ে প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধারা রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে জানা গেছে।

আজভস্টলের সব বেসামরিক নাগরিক উদ্ধার: ইউক্রেন

উদ্ধার অভিযান প্রসঙ্গে গভীর রাতে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘তিন শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।’। তবে আটকে পড়া যোদ্ধাদের সরিয়ে নেওয়া কঠিন হলেও প্রয়োজনীয় প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে বন্দরনগরী মারিউপোলের অন্যান্য জায়গার মতো আজভস্টল স্টিল কারখানাতেও অবিরাম বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রাখে রাশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। সাময়িক যুদ্ধবিরতিতে জাতিসংঘ ও রেডক্রস কমিটির সহযোগিতায় সম্প্রতি বেসামরিকদের উদ্ধার তৎপরতা শুরু হয়।

এদিকে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দাবি, স্টিল কারখানা থেকে ১৭৬ জন বেসামরিককে বের করে এনেছে তারা। যদিও ইউক্রেনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের তিনটি অঞ্চলের জ্বালানি স্থাপনায় রুশ হামলা
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বশেষ খবর
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে