X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় পুতিনের ‘বান্ধবী’ কাবায়েভা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৮:৩৬আপডেট : ১৩ মে ২০২২, ২০:০৯

যুক্তরাজ্য সরকার অবসরপ্রাপ্ত অলিম্পিক রিদমিক জিমন্যাস্ট অ্যালিনা কাবায়েভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেশ কয়েকটি পশ্চিমা সরকার তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবী মনে করে। রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাবায়েভার দাদি ও পুতিনের সাবেক স্ত্রী লিউডমিলা ওচেরেত্নায়াসহ তার বেশ কয়েকজন আত্মীয়কেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

ব্রিটিশ সরকার বলছে, পুতিনের সঙ্গে কাবায়েভার ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে। জল্পনা রয়েছে, তিনি তার সঙ্গী।

এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের আগে কাবায়েভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো যুক্তরাজ্য। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার মনে করে পুতিনের অন্তত তিন সন্তানের মা কাবায়েভা।

কাবায়েভার সঙ্গে পুতিনের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরে অস্বীকার করে আসছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। এ সম্পর্কিত একটি পত্রিকার খবরের প্রতিক্রিয়ায় পুতিন বলেছিলেন, আমি সবসময় তাদের অপছন্দ করে আসছি যারা অন্যের বিষয়ে নাক গলায় এবং মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে।

যুক্তরাজ্য সরকার বলছে, রাশিয়ার সরকারি তথ্যে দেখা গেছে পুতিন মূল্যবান সম্পদের মালিক। এসব সম্পদের মধ্যে রয়েছে সেন্ট পিটাসবুর্গের একটি ছোট ফ্ল্যাট, ১৯৫০ দশকের সোভিয়েত আমলের দুটি প্রাইভেটকার এবং একটি ছোট গ্যারেজ।

যুক্তরাজ্য সরকারের ধারণা, পুতিনের সম্পদ তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বাণিজ্যিক সহযোগীদের মাঝে ছড়িয়ে রয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, বাস্তবে পুতিন তার পরিবার, বাল্যকালের বন্ধু ও তার শাসনামলের সুবিধাভোগী কয়েকজন অভিজাতের ওপর নির্ভর করেন। তাদের প্রভাব রুশ রাষ্ট্রের আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়িয়ে যায়।

যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞায় আরও রয়েছেন কাবায়েভের দাদি আনা জাতসেপ্লিনা। ব্রিটিশ সরকার জানিয়েছে, তিনি মস্কোতে একটি বিলাসবহুল ফ্ল্যাট পেয়েছেন নিষেধাজ্ঞায় থাকা পুতিন মিত্রের কাছ থেকে। পুতিনের সাবেক স্ত্রীকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। কারণ, তিনি রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সম্পর্ক থাকার কারণে সুবিধা ভোগ করেছেন।

পুতিনের দুই জ্ঞাতিভাই ইগোর ও রোমান পুতিনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সুবিধা ভোগ করা পুতিনের ঘনিষ্ঠ বন্ধু আলেক্সান্ডার প্লেখভও রয়েছেন তালিকায়।

এর আগে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।  

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল