আসন্ন শীতে ইউক্রেনে হামলার জন্য রাশিয়া হয়ত ক্ষেপণাস্ত্রের বড় ধরনের মজুত গড়ে তুলছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আশঙ্কার কথা জানিয়েছে। শনিবার নিয়মিত হালনাগাদ গোয়েন্দা তথ্যে যুক্তরাজ্যের এই পর্যালোচনা উঠে এসেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অনুসারে, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে শীতকালে ইউক্রেনীয় অবকাঠামোতে হামলা চালাতে পারে রাশিয়া।
যুক্তরাজ্যের গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ওপেন সোর্স থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে এপ্রিল থেকে রাশিয়া এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল বা এএলসিএম কম ছুড়ছে। একই সময়ে রুশ নেতারা ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে জোর দিয়েছেন।
এএলসিএমএস-এর ব্যবহার কমানোর আগে ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ফলে রাশিয়া এএলসিএম-এর বড় মজুত গড়ে তুলতে পারে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র সংরক্ষণের কথা বললেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। কয়েক দিন পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের একটি শহরে ভয়াবহ হামলা হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে কিয়েভে আক্রমণের পর রাশিয়া ১ হাজার ৪৫৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হারিয়েছে। নিউজউইক স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। আর রাশিয়া নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করে না।