X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

রুশ বিমান হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৩৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:৪০

রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্রতা বৃদ্ধি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর এক কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, পশ্চিমা অস্ত্র পাওয়া না গেলে দেশটি আকাশ প্রতিরক্ষা ঝুঁকির মুখে পড়বে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বলেছেন, রাশিয়ার অবিরাম বিমান হামলা মোকাবিলায় আমাদের অনেক বেশি পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে হচ্ছে। ফলে এগুলোর সরবরাহ প্রয়োজন। কারণ রাশিয়া বিমান হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে।

দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে দুই দেশের সেনারা মোটামুটি অচলাবস্থায় রয়েছে। কিন্তু সম্প্রতি রাশিয়া বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রণক্ষেত্র থেকে দূরের অবস্থানে হামলা জোরদার করেছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় আকাশ ব্যবস্থাকে দুর্বল করতে ও দুর্বলতা খুঁজতে এমন হামলা চালাচ্ছে মস্কো।

কিয়েভের কর্মকর্তাদের মতে, ২৯ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাশিয়া পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া।

চলতি সপ্তাহের সর্বশেষ হামলায় রাশিয়া বিভিন্ন ধরনের ৫১টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইউক্রেনের দাবি, তারা এগুলোর মধ্যে ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক অতীতের তুলনায় এই সংখ্যা কম। এর আগে প্রায়  ৮০ শতাংশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষমতা দেখিয়েছিল ইউক্রেন।

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন নিজেদের সোভিয়েত আমলের এবং পশ্চিমাদের সরবরাহ করা আধুনিক অস্ত্র ব্যবহার করছে। দেশটি নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনীয় অস্ত্র উৎপাদন কারখানাগুলোই এখন রাশিয়ার লক্ষ্যবস্তু।

ইউরি ইনহাত বলেছেন, এই মুহূর্তে আমরা সোভিয়েত ও পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের জন্য সরবরাহের ওপর নির্ভরশীল।

সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, বেসামরিক এলাকা ও সেনাদের অবস্থান সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে