X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

পারমাণবিক হামলা: আবেগ নয়, ‘ভারসাম্য’ চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৯:৩৫আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২১:৫২

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আবেগের ভিত্তিতে নয়, ‘ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি’ চায় রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানানোর পর ক্রেমলিন এই অবস্থান জানালো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রমজান কাদিরভের আহ্বানের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিন মুখপাত্র বলেছেন, মত তুলে ধরার অধিকার চেচেন নেতার রয়েছে। কিন্তু রাশিয়ার সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি আবেগতাড়িত হওয়া উচিত হবে না।

দিমিত্রি পেসকভ বলেন, এটি খুব আবেগপূর্ণ মুহূর্ত। চেচেন নেতার অধিকার রয়েছে তার মত তুলে ধরার। কিন্তু কঠিন মুহূর্তেও যেকোন পর্যালোচনায় আবেগকে দূরে সরিয়ে রাখা উচিত। ফলে আমরা ভারসাম্যপূর্ণ, বস্তুনিষ্ঠ মূল্যায়ন পক্ষপাতি।

পেসকভ আবারও বলেছেন যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়া পারমাণবিক নীতিতে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে অন্য কিছু বিবেচনার সুযোগ নেই।

ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন রমজান কাদিরভ। ইউক্রেনীয় ভূখণ্ডের আরও একটি এলাকায় রুশ বাহিনীর পরাজয়ের পর শনিবার (১ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি।

রণক্ষেত্রে ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ কমান্ডারদের নিন্দা করে কাদিরভ টেলিগ্রাম বার্তায় বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো সীমান্তে সামরিক আইন ঘোষণার আগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা।

এর আগে ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ ভূখণ্ড রক্ষায় অস্ত্রভাণ্ডারে থাকা সবকিছু ব্যবহার করা হবে। পশ্চিমারা এটিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি হিসেবে মনে করছে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়ে যাবেন এবং তিনি এটি ব্যবহার করতেও পারেন। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপ-কমান্ডার নিহতের দাবি
পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প
মার্কিন অস্ত্র সহায়তা স্থগিতে রুশ হামলা জোরদারের শঙ্কায় ইউক্রেন
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি