X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
শিগগিরই জমা হবে তদন্ত প্রতিবেদন

ঝুঁকি নিয়েই খোলা হয়েছে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেট

কবির হোসেন
৩০ এপ্রিল ২০২৩, ১২:০০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৪:৪০

চলতি মাসেই কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে বঙ্গবাজার ও নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে পথে বসেছেন হাজারও ব্যবসায়ী। এসব ঘটনায় আলাদা আলাদা একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি কোনও কমিটি। 

তদন্ত সূত্র বলছে, দুইটি ঘটনার তদন্তই প্রায় শেষের দিকে। খুব শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে। যদিও ঠিক কবে জমা দেওয়া হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি তদন্ত কমিটি। 

শনিবার (২৯ এপ্রিল) সরেজমিনে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্ত মার্কেটের কিছু দোকান খুলে এরইমধ্যে বিকিকিনি শুরু করেছেন ব্যবসায়ীরা। বঙ্গবাজার এলাকার মহানগর শপিং কমপ্লেক্সের নিচে ফুটপাতে, এনেক্স টাওয়ার চার তলা পর্যন্ত প্রায় বেশিরভাগ দোকানই খোলা হচ্ছে। এছাড়াও বঙ্গ ইসলামিয়া মার্কেটও কিছু দোকান ঈদের আগেই খুলে দেওয়া হয়েছিল। ঈদের এক সপ্তাহ পর ফেরা দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। আর এনেক্স টাওয়ারের পাঁচ থেকে সাত তলা পর্যন্ত নতুন করে মেরামত করা হচ্ছে।

এদিকে ঝুঁকির মধ্যেই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ব্যবসায়ী বণিক সমিতির অনুমতি নিয়ে ঈদের আগেই দোকান খুলেছিলেন সেখানকার অনেক ব্যবসায়ী। ঈদের পর শনিবার আবারও নতুন করে দোকান খুলতে দেখা গেছে। 

ঝুঁকি নিয়েই খোলা হয়েছে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেট

নিউ সুপার মার্কেট নিয়ে ফায়ার সার্ভিস বলছে, মার্কেটটি অগ্নিকাণ্ডের আগেই অতিঝুঁকিপূর্ণ ছিল। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় আবারও মার্কেট খোলাটা কতটা যুক্তিসঙ্গত, তা ভেবে দেখা দরকার।

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (অপারেশন ও মেইনটেন্যান্স) বাংলা ট্রিবিউনকে বলেন, সম্প্রতি যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, এরমধ্যে যেগুলো এখনও ঝুঁকিপূর্ণ সেগুলো সংশ্লিষ্টদের আমরা বুঝিয়ে দিয়েছি। নিউ সুপার মার্কেটে আগেও অতিঝুঁকিপূর্ণ ছিল। অগ্নিকাণ্ডের পর সেটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ অবস্থায় মার্কেট খুলে দেওয়াটা কতটা যুক্তিসংগত যারা অনুমতি দিয়েছেন তারাই ভালো জানেন।

তিনি বলেন, ‘একটি বিষয় আমরা সবসময় দেখতে পাচ্ছি। বিদ্যুৎ কোম্পানির গুলোর কাজের অবহেলা। তাদের চুক্তি অনুযায়ী কয়টা মার্কেটে বিদ্যুৎ ব্যবহার করছে। দেখা যাচ্ছে চুক্তির বাইরে গিয়ে অবৈধভাবে আরও দিগুণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এসব এলোমেলো ভাবে বিদ্যুৎ ব্যবহার কারণে অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

নিউ সুপার মার্কেটে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

বঙ্গবাজার ও নিউ সুপার মার্কের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত বেশিরভাগই সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘খুব অল্প সময়ে আমরা সেই প্রতিবেদন সংশ্লিষ্টদের কাছে জমা দিতে পারবো।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ বণিক সমিতির এডহক কমিটির সদস্য সচিব কাজী আবু খায়েল বাংলা ট্রিবিউন বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নির্বাপণ করার পর আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। তাদের আর কোনও কাজ নেই। তারপর আমরা ডিপিডিসি-তে আবেদন করে বিদ্যুৎ এর ব্যবস্থা করেছি। পরবর্তী সময়ে ১৮ এপ্রিল থেকে আমরা নিচ তলা এবং দ্বিতীয় তলা খুলে দিয়েছি।’

ফায়ার সার্ভিস মার্কেটটিকে এখনও ঝুঁকিপূর্ণ বলছে, এছাড়া প্রশাসনের কোনও অনুমতি নেওয়া হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিচ তলা এবং দ্বিতীয় তলা খুব বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়নি। যা হয়েছে সব তৃতীয় তলায়। তৃতীয় তলায় কাজ চলছে নতুনভাবে প্রস্তুত করা হচ্ছে। অন্য কেউ অনুমতি দেয়নি। আমাদের সমিতির কমিটির পরামর্শেই মার্কেট খুলে দেওয়া হয়েছে।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড। ফাইল ছবি।

রমজান মাসে মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫০ ইউনিটের সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এই ঘটনায় সবকিছু পুড়ে যাওয়া ব্যবসায়ীদের কান্নার মাতম না থামতেই ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

/ইউএস/
টাইমলাইন: বঙ্গবাজারে আগুন
৩০ এপ্রিল ২০২৩, ১২:০০
ঝুঁকি নিয়েই খোলা হয়েছে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেট
০৮ এপ্রিল ২০২৩, ০০:০৫
০৫ এপ্রিল ২০২৩, ২৩:০০
০৫ এপ্রিল ২০২৩, ১৭:১৯
সম্পর্কিত
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
তেজগাঁওয়ে পাঁচ লাখ সৌদি রিয়াল ছিনতাই, আটক ৬
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা