X
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
১৪ ফাল্গুন ১৪৩০

পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল

শরীয়তপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৯:৩২আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:৩২

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে মোটরসাইকেলের ঢল নেমেছে। একইসঙ্গে মানুষের স্রোত দেখা গেছে। অন্যান্য যানবাহনের চাপ ছিল লক্ষ্যণীয়।

রবিবার (২৬ জুন) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন। এ সময় জাজিরা প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কোনও ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে আসেন। এ সময় দর্শনার্থীরাও সেতুর পাড়ে জড়ো হন। এতে বাস-ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হয়। তবে মোটরসাইকেলের সংখ্যা বেশি হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ। একই সময়ে সেতুর ছয় লেনে টোল আদায়কারী কর্মীদের ব্যস্ত থাকতে দেখা গেছে।

মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন

খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কিছু দূরে মোটরসাইকেল নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেক চালককে। দূর-দূরান্ত থেকে আসা অনেকেই মোটরসাইকেলে সেতু পার হচ্ছেন। টোল পরিশোধের সময় কথা হয় ভাড়ায় চালিত মোটরসাইকেলের আরোহীদের সঙ্গে। তারা জানান, সেতু পার হতে মোটরসাইকেলে জনপ্রতি দিতে হচ্ছে ২০০ টাকা এবং দুজন যাত্রী ছাড়া মোটরসাইকেলও ছাড়ছেন না তারা। একা যেতে চাইলে ভাড়া দিতে হচ্ছে ৪০০ টাকা।

পুলিশ জানিয়েছে, সেতুর জাজিরা প্রান্তে মানুষ ও যানবাহনের চেয়ে মোটরসাইকেলের সংখ্যা বেশি। এ জন্য নিরাপত্তা দিয়ে সেতু পারাপারে তাদের সহায়তা করছে পুলিশ। তবে কোনও ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি।

মোটরসাইকেল নিয়ে কয়েক হাজার মানুষ জাজিরা প্রান্তে জড়ো হন, এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তা দিয়ে সেতু পারাপারে সহায়তা করা হচ্ছে। মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন স্থান থেকে সেতু দেখতে এসেছেন হাজার হাজার মানুষ। তবে যেসব দর্শনার্থী সেতুতে উঠে ছবি তুলছেন তাদের জরিমানা করা হচ্ছে। এরই মধ্যে কয়েকবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এখনও অভিযান চলছে।’

এদিকে, পদ্মা সেতুতে চলাচলে বেশ কিছু নির্দেশনা থাকলেও তা মানেননি উৎসুক মানুষজন। রবিবার নিয়ম ভেঙে সেতুতে গাড়ি থামিয়ে অবস্থান, হেঁটে বেড়ানো, ছবি তুলতে দেখা গেছে অনেককে। এ অবস্থায় পদ্মা সেতুতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।  

সেতুর ওপরে উঠে কেউ ছবি তুললে তাদের জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল।

/এএম/ 
টাইমলাইন: পদ্মা সেতু টাইমলাইন
২৬ জুন ২০২২, ১৯:৩২
পদ্মা সেতুতে মোটরসাইকেলের ঢল
২৬ জুন ২০২২, ১০:০০
২৫ জুন ২০২২, ১৩:১৮
২৫ জুন ২০২২, ১১:৫৯
সম্পর্কিত
গণপিটুনিতে রেনু হত্যা: চার বছরেও শেষ হয়নি বিচার
পদ্মা সেতুর ঋণের আরও ৩১৫ কোটি টাকার চেক হস্তান্তর
৩০০ যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেস
সর্বশেষ খবর
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘নজরুল-সৃষ্টি ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন
মৌলভীবাজারে পৃথক স্থানে দুজন খুন
মৌলভীবাজারে পৃথক স্থানে দুজন খুন
ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ
ফিলিস্তিনের নিহত-নিপীড়িত সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ
অমর্ত্য-ঋদ্ধের বহিষ্কারাদেশ বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি
অমর্ত্য-ঋদ্ধের বহিষ্কারাদেশ বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা
শাস্তি পেতে যাচ্ছেন ‘বঙ্গবন্ধু বিচ’ নামকরণে জড়িত কর্মকর্তা
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো বিদেশি তত্ত্বাবধানে চালু হচ্ছে নতুন টার্মিনাল
চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো বিদেশি তত্ত্বাবধানে চালু হচ্ছে নতুন টার্মিনাল
রুশ হামলায় পূর্বাঞ্চলীয় গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেন
রুশ হামলায় পূর্বাঞ্চলীয় গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেন
শাহজালালে যাত্রীর সোনার বার হাতিয়ে নেন কাস্টম কর্মকর্তা
শাহজালালে যাত্রীর সোনার বার হাতিয়ে নেন কাস্টম কর্মকর্তা
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে কয়েকটি পশ্চিমা দেশ: স্লোভাকিয়া
ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে কয়েকটি পশ্চিমা দেশ: স্লোভাকিয়া