রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের যে দাবি করা হয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে স্লোভাকিয়া। টুইটারে দেওয়া পোস্টে রাশিয়ার এ সংক্রান্ত দাবিকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন স্লোভাক প্রধানমন্ত্রী এডুয়ার্ড হেগার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
এডুয়ার্ড হেগার জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি যে ধ্বংস হয়নি সে ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ দাবি করেছেন, রবিবার সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে দিনিপ্রো শহরের একটি হ্যাঙ্গারে থাকা ইউক্রেনের চারটি এস-৩০০ লঞ্চার ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় দেশটির ২৫ সেনা সদস্যও আহত হয়েছে।
রুশ প্রতিরক্ষা দফতরের এমন দাবিকে অবশ্য গুজব হিসেবে আখ্যায়িত করেছে ইউক্রেন। পরে কিয়েভের দাবির পুনরাবৃত্তি করে স্লোভাকিয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর কঠোর সমালোচনা করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সামরিক ও মানবিক সহায়তা নিয়ে কিয়েভের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ।