X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

এরদোয়ানকে দুর্বল দেখাচ্ছে কেন?

লুৎফর কবির
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২আপডেট : ০১ মে ২০২৩, ১১:২৬

১৯৩৯ সালের পর বিধ্বংসী ভূমিকম্প দেখেনি তুরস্ক। শক্তিশালী ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় অনেকটাই টালমাটাল এরদোয়ান প্রশাসন। সবকিছু মিলিয়ে গত ২০ বছরে যে ইমেজ দাঁড় করিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, তাতে জনপ্রিয়তার ভাটা পড়ার ইঙ্গিত মিলছে। অনেকে প্রশ্ন ছুঁড়েছেন, ধ্বংসস্তূপ থেকে আসা মানুষের চিৎকার কী শুনেছেন এরদোয়ান?

গত সোমবার ভোরে ভূমিকম্পে তুরস্কের একাধিক শহরের অবকাঠামো ধসে গেছে। এত বড় প্রাকৃতিক ট্র্যাজেডি এড়ানো এবং জীবন বাঁচাতে এরদোয়ানের সরকার দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে পারতেন কিনা, এসব প্রশ্ন ঘুরছে নানা মহলে।

ভূমিকম্পের পর কিছুটি দেরিতে হলেও কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন যান তিনি। তার চোখে মুখে হতাশা আর জনপ্রিয়তা হারানোর একটা ভীতি লক্ষ্য করা যায়। তবে উদ্ধারকাজে ধীরগতির কথা স্বীকার করে উপস্থিত সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, ‘এ ধরনের ঘটনা সব সময় ঘটে আসছে। এটা নিয়তির অংশ।’

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহরে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি। ছবি: এপি

কেন এত প্রাণঘাতী?

এটি ছিল বড় ভূমিকম্প। সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল ৭ দশমিক ৮। মাত্রার হিসাবে আনুষ্ঠানিকভাবে এটিকে ‘বড়’ ভূমিকম্প বিবেচনা করা হয়। ১০০ কিলোমিটার ফ্রন্টলাইন এটি ভেঙে ফেলে। এতে ফল্ট লাইনের কাছাকাছি থাকা ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন-এর ঝুঁকি ও দুর্যোগ প্রশমন ইন্সটিটিউটের প্রধান অধ্যাপক জোয়ান্না ফাউরে ওয়াকার বলেছেন, যে কোনও সময়ের বিবেচনায় অন্যতম প্রাণঘাতী এই ভূমিকম্প। গত দশ বছরে মাত্র দুটি ভূমিকম্প ছিল এই মাত্রায়। এর আগের দশ বছরে ছিল চারটি।

এরদোয়ানকে দুর্বল দেখাচ্ছে কেন?

দেরিতে অনুসন্ধান এবং উদ্ধার

তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে ১০টিতে উদ্ধার অভিযান জরুরিভিত্তিতে প্রয়োজন ছিল। কিন্তু ধ্বংসস্তূপ এলাকা চিহ্নিত করতেই দেরি হয়ে যায়। কয়েকটি গ্রামে উদ্ধারকারীদের পৌঁছাতে দুই তিন দিনেরও বেশি সময় লেগে গেছে, তাতে বেড়েছে প্রাণহানি। প্রতিকূল আবহওয়ার কারণেও উদ্ধারকাজে জটিলতাও সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তুরস্কে যোগ দিয়েছে উদ্ধারকারী দল।

প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ৬ হাজার ভবন ধসে গেছে। তুর্কি আফাদ দুর্যোগ কর্তৃপক্ষের কর্মীরাও ভূমিকম্পে আটকা পড়েন। ভূমিকম্পের প্রথম ঘণ্টাগুলো ছিল খুবই গুরুতর। জীবিত বের করে আনতে দুই বা তিনদিন পর্যন্ত লড়াই করতে হয়েছে উদ্ধারকারীদের। 

তুরস্কের স্বেচ্ছাসেবক আকুত ফাউন্ডেশনের প্রধান নাসুহ মাহরুকির মতে, 'রাজনীতির কারণে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে উদ্ধারকাজ। ১৯৯৯ সালের আগস্টে শেষ বড় ভূমিকম্প হয়। তখন দেশটির সামরিক বাহিনী ওই অভিযানের নেতৃত্ব দেয়।'

উল্লেখ্য, ৯৯ -এ ভূমিকম্পে তুরস্কে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়। এবার আগের পরিসংখ্যান ছাড়িয়ে গেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে প্রায় ২৪ হাজার মানুষ নিহত হয়েছে।

নাসুহ মাহরুকি আরও বলেন, 'বিশ্বের সবচেয়ে সংগঠিত এবং লজিস্টিকভাবে শক্তিশালী সংস্থাগুলো হচ্ছে সশস্ত্র বাহিনী। তাদের হাতে অনেক বিকল্প উপায় থাকে। সুতরাং একটি বড় দুর্যোগে তাদের ব্যবহার করতে হবে আপনাকে।'

তিনি বলেন, 'আগের চেয়ে অনেক সক্ষমতা তুর্কি সেনাবাহিনীর। কিন্তু তাদেরকেও সরকারের আদেশের জন্য অপেক্ষা করতে হয়েছিল। যা পরিকল্পনার অভাব। এতে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরুতেই দেরি হয়ে যায়।'

প্রেসিডেন্ট এরদোয়ান একই সুরে বলেন, 'এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম এবং চৌকস উদ্ধারকারী দল থাকা সত্ত্বেও সরকার যেভাবে অনুসন্ধান প্রচেষ্টা চেয়েছিল তা হয়নি।'

আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ বছর ধরে টানা ক্ষমতায় এরদোয়ান। ২০১৪ সালের আগস্ট থেকে প্রেসিডেন্ট পদে আছেন। তার আগে ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সম্প্রতি তুরস্কে তার নিজ দলের মধ্যে ঐক্যের অভাব রয়েছে বলে খবর উড়ছে। আসন্ন নির্বাচনে আবারও লড়বেন তিনি। ভূমিকম্পের আগে তুরস্কে পরিচালিত জরিপে দেখা গেছে, আগামী নির্বাচন এরদোয়ানকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে। 

‘আমি তাদের সতর্ক করেছিলাম’

২০২০ সালের জানুয়ারিতেও তুরস্কে একটি ভূমিকম্প আঘাত হানে। আদিয়ামান ও কাহরামানমারাস শহরের উত্তরে পরবর্তী ভূমিকম্পের ঝুঁকি থাকায় আগেই পূর্বাভাস দিয়েছিলেন ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূতাত্ত্বিক প্রকৌশলী অধ্যাপক নাসি গোরু।

অধ্যাপক নাসি বলেন, 'ভূমিকম্পের বিষয়ে স্থানীয় সরকার, গভর্নর এবং কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছিলাম আমি। অনুগ্রহ করে আপনার শহরগুলো ভূমিকম্পের জন্য প্রস্তুতির ব্যবস্থা নিন। যেহেতু আমরা প্রাকৃতিক দুর্যোগ থামাতে পারি না, তাই ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমাদের।'

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভূমিকম্পে এত প্রাণহানি আগামী নির্বাচনে প্রভাব পড়বে। প্রেসিডেন্ট এরদোয়ান নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা তা নির্ভর করবে দুর্যোগ কাটিয়ে ওঠার ওপর।সূত্র: বিবিসি  অবলম্বনে 

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
এরদোয়ানকে দুর্বল দেখাচ্ছে কেন?
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!