X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ভূমিকম্পের ৪ দিন পর মা ও নবজাতককে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৭

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯০ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। দশ দিন বয়সী শিশুটির নাম ইয়াগিজ। দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। তার মাকে স্ট্রেচারে করে নিয়ে আসা হয়েছে। তাদের স্বাস্থ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার ভোরের ভূমিকম্পের চার দিন পার হওয়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। এছাড়া ভূমিকম্পের পর তীব্র শীতল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে তুরস্ক ও প্রতিবেশী সিরিয়ায় এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে নবজাতক ও তার মাকে উদ্ধার করা হয়। উদ্ধারের ভিডিওতে দেখা গেছে, নবজাতক ইয়াগিজকে উষ্ণ কম্বলে মুড়িয়ে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। স্থানীয় তুর্কি সংবাদমাধ্যমে এই ঘটনাকে প্রায় অলৌকিক বলে তুলে ধরা হচ্ছে।

ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামমোগ্লুর টিমের সদস্যরা এই উদ্ধার অভিযানে জড়িত ছিলেন। মেয়র টুইটারে বলেছেন, সামানদাগ শহরে তাদের উদ্ধার করা হয়েছে।

রয়টার্সের পাওয়া ফুটেজে দেখা গেছে, ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে বের করা হয়েছে। নবজাতক ও তার মায়ের সঙ্গে এই ব্যক্তির কোনও সম্পর্ক রয়েছে কিনা তা জানা যায়নি।

৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ২১ হাজারের বেশি মানুষ নিহতের কথা জানা গেছে। নিহতের বেশিরভাগ তুরস্কে।

ভূমিকম্পে হাজারো মানুষ গৃহহীন হয়ে আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎ বঞ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে নতুন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বড় দুর্যোগ’ হিসেবে উল্লেখ করেছেন।

বিপর্যয়কর পরিস্থিতির মধ্যেও বেঁচে যাওয়া এবং সাহসী উদ্ধারের অভূতপূর্ব ঘটনা গত কয়েক দিন ধরে প্রকাশ্যে আসছে।

উত্তর-পশ্চিম সিরিয়ায় ধসে পড়া ভবনের নিচে জন্ম নেওয়া এক কন্যা শিশুকে দত্তক নিতে আগ্রহ দেখাচ্ছেন হাজারো মানুষ। তার নাম রাখা হয়েছে ‘আয়া’। আয়া শব্দের আরবি অর্থ অলৌকিক। উদ্ধারের সময় মায়ের সঙ্গে তার নাড়ির বন্ধন ছিল। পরিবারের অপর সদস্যদের সঙ্গে মায়েরও মৃত্যু হয়েছে।

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩
ভূমিকম্পের ৪ দিন পর মা ও নবজাতককে জীবিত উদ্ধার
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় গাজার ব্যস্ত ক্যাফেতে ইসরায়েলি হামলার নৃশংসতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক