X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ইউক্রেন যুদ্ধ ৫ বছর চলতে পারে, যুক্তরাজ্যের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২২, ১৭:৫১আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৭:৫১

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ পাঁচ বছর পর্যন্ত বা আরও বেশি দিন চলতে পারে। বুধবার সন্ধ্যায় ম্যানশন হাউজে বার্ষিক পররাষ্ট্রনীতি বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যে ইউক্রেনের প্রতি সমর্থন দ্বিগুণ করার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এখবর জানিয়েছে।

বক্তব্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইউক্রেনের প্রয়োজন আরও ট্যাংক, যুদ্ধবিমান ও ভারী অস্ত্র।

তিনি বলেছেন, যুদ্ধ বিস্তৃত হওয়ার আশঙ্কা অমূলক। নিষ্ক্রিয়তা হবে সবচেয়ে বড় প্ররোচনা। এই মুহূর্ত হলো সাহসিকতার, সতর্কতার নয়।

লিজ ট্রাস বলেন, ভারী অস্ত্র, ট্যাংক, যুদ্ধবিমান – উৎপাদন বাড়াতে হবে। আমাদের এসব লাগবে। রাশিয়ার সেনাদের পুরো ইউক্রেন থেকে বিতাড়িত করতে হবে। এটি কৌশলগতভাবে অপরিহার্য।

তিনি আরও বলেন, ইউক্রেনে শান্তি ও সমৃদ্ধির নিশ্চয়তার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং পরবর্তী সময়ে শীতল যুদ্ধের পর যে অর্থনৈতিক ও নিরাপত্তা কাঠামো গড়ে উঠেছিল তা এখন পর্যন্ত আগ্রাসনের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া

ব্রিটিশ মন্ত্রী বলেন, পুতিন যদি সফল হন, তাহলে ইউরোপজুড়ে আরও দুর্ভোগ নেমে আসবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ পরিণতি দেখা দেবে। আমরা কখনোই নিরাপদ বোধ করব না। তাই আমাদের দীর্ঘ মেয়াদে প্রস্তুত হতে হবে এবং ইউক্রেনে সহযোগিতা বাড়াতে হবে।

যুদ্ধ অবসানের কোনও ইঙ্গিত স্পষ্ট না হওয়ায় লিজ ট্রাস আশঙ্কা করছেন, এই যুদ্ধ পাঁচ বছর বা আরও দীর্ঘ সময় চলতে পারে।

 বক্তব্যে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন। তার কথায়, পশ্চিমাদের রুশ তেল ও গ্যাস আমদানি একেবারে বন্ধ করা উচিত।

‘মুক্ত দেশগুলোর’ সামরিক শক্তি, অর্থনৈতিক নিরাপত্তা ও গভীর বৈশ্বিক জোট গঠনে মনোযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধের পরিণতি নির্ভর করছে: রাশিয়া
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
সর্বশেষ খবর
হলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
হলি আর্টিজান হামলা: যেসব কারণে হাইকোর্টে আসামিদের সাজা কমলো
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের