X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পূর্ব ইউক্রেনে গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ১৭:১৫আপডেট : ২৭ মে ২০২২, ১৭:১৫

ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর লিম্যান দখলের দাবি করেছে। শুক্রবার তারা এই দাবির কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনও হার মেনে নিয়েছে বলে দৃশ্যমান হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে রুশ সেনারা পূর্বাঞ্চলে অভিযান জোরদার করার পর এমন খবর জানা গেলো।

লিম্যান একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র। উত্তর থেকে রুশ সেনারা আক্রমণ জারি রাখায় এটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়। যে তিনটি দিক থেকে ইউক্রেনের শিল্পাঞ্চলীয় ডনবাস অঞ্চলে আক্রমণ করছে সেগুলোর মধ্যে উত্তর হলো একটি দিক। রুশপন্থী ডনেস্ক পিপল’স রিপাবলিক বিচ্ছিন্নতাবাদীরা শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ মধ্যরাতে এক সাক্ষাৎকারে লিম্যান শহরের পতন হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই লড়াই প্রমাণ করেছে মস্কো নিজেদের কৌশল উন্নত করছে।

সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আরিস্টোভিচ বলেন, অসমর্থিত তথ্য অনুসারে আমরা লিম্যান শহরের নিয়ন্ত্রণ হারিয়েছি। রুশ সেনাবাহিনী হয়ত নিশ্চিত করবে তারা এটি দখল করেছে। তারা এটি যেভাবে দখল করেছে, সঠিকভাবে অভিযান পরিচালনা করেছে। এটি দেখাচ্ছে যারা অভিযান ব্যবস্থাপনা ও কৌশলতগত দক্ষতার উন্নতি ঘটিয়েছে। সব জায়গায় রুশ সেনাদের উন্নতি হয়নি। তবে প্রশ্নাতীতভাবে বেড়েছে।

মার্চে রাজধানী কিয়েভ ও এই মাসের শুরুতে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে পিছু হটার পর রুশ সেনারা পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে নিজেদের শক্তি কেন্দ্রীভূত করে প্রয়োগ করছে।

পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ নির্ণায়ক হতে পারে। আর নির্ভর করছে রুশ সেনারা তাদের অগ্রগতি বজায় রাখতে পারে কিনা অথবা তারা প্রেরণা হারাবে কিনা।

পূর্বাঞ্চলে রুশ সেনারা সিয়েভিয়েরোদনেস্ক ও লিসচানস্ক শহরে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। গত সপ্তাহে দক্ষিণের শহর পপাসনায় ইউক্রেনীয় প্রতিরোধ ভেঙে ফেলার তারা এই দিকে এগোচ্ছে।

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। দেশটির দাবি, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা এই আক্রমণকে উসকানি ছাড়াই আগ্রাসী যুদ্ধ হিসেবে দাবি করছে। চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও বেসামরিক হত্যার অভিযোগ এনেছে পশ্চিমারা। রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
তালেবানের সঙ্গে রাশিয়ার সম্পর্কোন্নয়নকে স্বাগত জানাল চীন
ট্রাম্প-জেলেনস্কি ফোনালাপআকাশ প্রতিরক্ষা জোরদারে কাজ করবে যুক্তরাষ্ট্র-ইউক্রেন
যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ পুতিনের: কিয়েভে রুশ ড্রোন হামলা, হতাশ ট্রাম্প
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল