- পশ্চিমাঞ্চলীয় সেভেরোডোনেস্ক শহরের কিছু অংশের নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে রয়েছে। দেশটির সেনারা রুশ সেনাদের অগ্রগতি মন্থর করতে লড়াই করছে। শহর প্রশাসনের প্রধান জানিয়েছেন, এই মুহূর্তে বেসামরিকদের সরিয়ে নেওয়া সম্ভব না। ইউক্রেনের জাতীয় টেলিভিশনের খবর অনুসারে, শহরটির প্রায় অর্ধেকের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।
- লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, পরিস্থিতি চরম জটিল। সেভেরোডোনেস্কের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া। শহরে মুক্তভাবে চলাচল করা যাচ্ছে না। আমাদের যোদ্ধারা এখনও রয়েছে।
- ব্রাসেলসে শেষ রাতের বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতারা রাশিয়ার তেল আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা জারিতে সম্মত হয়েছেন। এই নিষেধাজ্ঞায় রুশ তেল আমদানির ৭৫ শতাংশে অবিলম্বে প্রভাব ফেলবে এবং ইউরোপে ৯০ শতাংশ আমদানি কমানো এর লক্ষ্য। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এই সমঝোতাকে উল্লেখযোগ্য অর্জন হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এর ফলে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে।
- নতুন নিষেধাজ্ঞা প্যাকেজে রাশিয়ার বৃহত্তম ব্যাংককে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি সম্প্রচারমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা ‘যথেষ্ট নয়’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা ইহোর ঝোভকভা। এর আগে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে বিলম্বের জন্য ইইউ নেতাদের সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
- ইউরোপীয় কাউন্সিল জানিয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে পুনর্গঠনের কাজে ইউক্রেনকে ৯ বিলিয়ন ইউরো সহযোগিতায় তারা প্রস্তুত।
- ইউক্রেনের একটি আদালত বন্দি দুই রুশ সেনাকে যুদ্ধাপরাধের অভিযোগে কারাদণ্ডের সাজা দিয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনে এটি দ্বিতীয় যুদ্ধাপরাধ মামলার রায়। তাদেরকে এগারো বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ইউক্রেনের বিমানবাহিনীর একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া আরও দাবি করেছে, ইউক্রেনের এক ব্যাটারি গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, দুই অস্ত্র ডিপো ও একটি জ্বালানি ডিপো মধ্যরাতের অভিযানে ধ্বংস করা হয়েছে।
- কোনও প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা মারিউপোলের আজভস্টল স্টিল কারখানা থেকে ১৫২ জন ইউক্রেনীয় যোদ্ধার মরদেহ উদ্ধার করেছে।
- জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের বন্দর দিয়ে ২২ টন খাদ্যশস্য আটকে দিচ্ছে রাশিয়া। এতে দুর্ভিক্ষের হুমকি তৈরি হচ্ছে বলেও সতর্ক করেন তিনি।
- ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, ডনবাসের পরিস্থিতি এখন তীব্র কঠিন। সোমবার রুশ সেনারা আবারও খারকিভে গোলাবর্ষণ করেছে। ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী সুমি অঞ্চলেও গোলাবর্ষণ হয়েছে।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এসময় পুতিন বলেছেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলে রাশিয়া উল্লেখযোগ্য পরিমাণে সার ও কৃষিপণ্য রফতানি করতে পারবে।
- রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ৮ জুন একটি সামরিক প্রতিনিধি দলের সঙ্গে তুরস্ক সফর করবেন।
- রুশ মনোনীত ক্রিমিয়া সরকারের উপদেষ্টা ওলেগ ক্রিউচকভ বলেছেন, দখলকৃত খেরসন ও জাপোরিজ্জিয়া অঞ্চল রাশিয়ার মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার শুরু করেছে।
- ইউক্রেনীয় বন্দর মারিউপোল ত্যাগ করেছে ধাতব বস্তু বোঝাই একটি জাহাজ। রাশিয়ার শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর বন্দর থেকে এই প্রথম কোনও জাহাজ রওনা দিলো। ইউক্রেন দাবি করেছে, জাহাজটিতে লুঠের মালামাল রয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ায় পৌঁছাতে পারে এমন কোনও দূরপাল্লার অস্ত্র ইউক্রেনকে দেবে না যুক্তরাষ্ট্র। দেশটির কাছে ইউক্রেন ৩০০ কিলোমিটার দূরে আঘাতে সক্ষম মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) চেয়েছে।
- ইউক্রেনে সামরিক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত ফ্রান্স। সোমবার কিয়েভ সফরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনা বলেছেন, ইউক্রেন অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে ফ্রান্স।
- জুন ও জুলাই মাসে গোমেল অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করবে বেলারুশ।
- মস্কোর দাব মতো গ্যাসের মূল্য রুবলে পরিশোধ না করায় নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।
- জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সাউথ ওসেশিয়া রাশিয়ার সঙ্গে যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা বাতিল করেছে। ১৭ জুলাই এই গণভোট আয়োজনের কথা ছিল।
- ফরাসি সাংবাদিক ইউক্রেনে একজন ফরাসি সাংবাদিক নিহত হওয়ার কথা স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার টুইটারে দেওয়া এক পোস্টে এই স্বীকারোক্তি দেন তিনি।
- রুশ সেনার বিরুদ্ধে প্রথম ধর্ষণের অভিযোগের মামলা ইউক্রেনের আদালতে পাঠানো হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল বলেছেন, বন্দি সেনার বিরুদ্ধে যৌন সহিংসতা ও ধর্ষণের শিকার নারীর স্বামীকে হত্যার বিচার হবে।
- ইউরোভিশন গানের প্রতিযোগিতা জয়ী কালুশ অর্কেস্ট্রা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য অর্থ সংগ্রহের জন্য তাদের পদক নিলামে বিক্রি করেছেন।