X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ক্রিমিয়ায় বিস্ফোরণে রাশিয়ার ৯ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ১৮:৪৭আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৮:৪৭

ক্রিমিয়ার একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে রাশিয়ার নয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার এই দাবি করেছে তারা। মঙ্গলবারের ওই বিস্ফোরণ ইউক্রেনীয় হামলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়া কোনও হামলা হওয়ার কথা কিংবা বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা অস্বীকার করেছে।

ওই বিস্ফোরণের দায় প্রকাশ্যে স্বীকার করা থেকে বিরত থেকেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে বিস্ফোরণের কারণ নিয়ে রুশ বর্ণনাকে উপহাস করেছেন তারা। রাশিয়ার দাবি সাকি বিমান ঘাঁটির গোলাবারুদে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেওয়া রাত্রীকালীন ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ক্রিমিয়া উপকূল দখলে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘ইউক্রেন এবং পুরো স্বাধীন ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ শুরু হয় ক্রিমিয়া দিয়ে এবং আর তা শেষ করতে হবে ক্রিমিয়া দিয়ে - এর স্বাধীনতার মধ্য দিয়ে’।

বুধবার রুশ কর্তৃপক্ষ ওই বিস্ফোরণকে খাটো করে দেখানোর চেষ্টা চালিয়ে বলেছে, ক্রিমিয়া উপকূলের কোনও হোটেল ও সৈকতে কোনও প্রভাব পড়েনি। এই উপত্যকা রাশিয়ার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য। বিস্ফোরণের পর ধোঁয়ার কুন্ডলি উঠতে শুরু করলে বহু পর্যটক ভয়ে পালাতে শুরু করেন। বেশ কয়েকটি আবাসিক ভবনের জানালা এবং অন্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

স্বল্প সময়ের মধ্যে ইউক্রেনের দক্ষিণে হামলা চালাতে সাকি বিমান ঘাঁটি ব্যবহার করে থাকে রুশ যুদ্ধবিমান। ইউক্রেনীয় সোশাল নেটওয়ার্কগুলোতে গুঞ্জন ওঠে ইউক্রেন থেকে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত করেছে।

মস্কোর কর্মকর্তারা দীর্ঘদিন থেকে সতর্ক করে বলে আসছেন, ক্রিমিয়ায় ইউক্রেন কোনও হামলা চালালে ব্যাপক প্রতিশোধ নেওয়া হবে। সেক্ষেত্রে কিয়েভের ‘সিদ্ধান্ত গ্রহনকারী কেন্দ্রে’ হামলা চালানো হতে পারে বলে সতর্ক করে আসছে তারা।

সূত্র: এপি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল