রাশিয়া দাবি করেছে, ক্রিমিয়ায় দশটি ক্ষেপণাস্ত্র ও তিনটি মনুষ্যবিহীন নৌযান দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। বুধবার মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, বেশিরভাগ অস্ত্র প্রতিহত করা হয়েছে। হামলায় সেভাস্তোপোল শিপইয়ার্ডে আগুন লাগে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে।
রাশিয়া বলেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিগ্রামে রাজভোজায়েভের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বন্দরে একটি নৌযান পুড়ছে।
ধারনা করা হচ্ছে, এখানে জাহাজ মেরামত করা হয়। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, রাশিয়ার একটি ল্যান্ডিং জাহাজ ও একটি সাবমেরিন ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি দুটিতেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনে থাকে তাহলে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরে এটিই হবে কিয়েভের সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মিকোলা ওলেসচুক সতর্ক করে বলেছেন, আরও হামলা চালানো হবে। সত্যতা নিশ্চিত না হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, ওই এলাকায় বেশ কয়েকটি বড় বিস্ফোরণ হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এটিই মস্কোর এখন উদ্বেগের কারণ।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সাতটি ক্ষেপণাস্ত্র ও তিনটি মনুষ্যবিহীন নৌযান ধ্বংস করা হয়েছে।