ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল বলেছেন, এবার শীতের আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত বিমান হামলা শুরু করেছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত বছরের তুলনায় বেশ ভালো। তারা যেকোনও আক্রমণের প্রতিহত করার জন্য প্রস্তুত। শুক্রবার (২২ সেপ্টেম্বর) তিনি এ কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনজুড়ে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালানোর একদিন পর ডেনিস শামিহাল বলেন, আমরা বুঝতে পারছি এই মৌসুমেও যথারীতি জ্বালানি সন্ত্রাস শুরু হয়েছে। গত বছরের তুলনায় রুশ আগ্রাসন মোকাবিলায় এবার আমাদের প্রস্তুতি বেশ ভালো ও শক্তিশালী।
ইউক্রেনের জ্বালানি উৎপাদন ও সংরক্ষণ স্থাপনায় হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমরা দেখতে পারছি গত দুই সপ্তাহ ধরে বিদ্যুতের আঞ্চলিক সাবস্টেশনগুলোতে প্রথম হামলা হয়েছে।
গত বছর শীত কাল জুড়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই সময় অভিযোগ করে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনারা সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে। বিদ্যুৎ ও জ্বালানি নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল।
সূত্র: ব্যারনেস