X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পশ্চিমা সহযোগিতাই ইউক্রেনের ভরসা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের দুই বছর পূর্ণ হয়েছে। যুদ্ধ তৃতীয় বছরে পদার্পণের আগমুহূর্তে ইউক্রেনীয়রা আশা প্রকাশ করছেন যে রাশিয়ার নৃশংসতা ও প্রোপাগান্ডা কিয়েভের প্রতি পশ্চিমাদের সমর্থনে কোনও আঁচড় ফেলবে না।

ইউক্রেনের রাজধানী থেকে ২০ কিলোমিটার উত্তরে ইরপিনে বসবাস করেন এক সন্তানের জননী ইউলিয়া কানিভস্কা। ২০২২ সালে প্রায় এক মাস শহরটি রাশিয়ার দখলে ছিল। তাদের দখলে ইরপিন প্রায় ধ্বংস নগরীতে পরিণত হয়। পরে ইউক্রেনীয় সেনারা রুশদের কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করে। 

ইউলিয়া বলেন, আমি খুব ভীত ছিলাম। আমরা কখনও ভাবিনি রাশিয়া আমাদের আক্রমণ করতে পারে।

তার আশঙ্কা, রুশপন্থি প্রোপাগান্ডার কারণে ইউক্রেনীয় দুর্ভোগের প্রকৃত চিত্র আড়াল এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি পশ্চিমাদের সমর্থন ক্ষুণ্ন করতে পারে।

তিনি ব্যাখ্যা করে বলেছেন, আমার অনেক আত্মীয় রাশিয়ায় বসবাস করেন, আমার স্বামীর চাচি ও তার সন্তানরা রাশিয়ায় থাকেন। এখন তারা আমাদের সঙ্গে কথা বলে না। কারণ তারা বিশ্বাস করতে পারছে না যে আমরা বোমাবর্ষণের শিকার হচ্ছি এবং স্বাধীনতার জন্য লড়ছি। আমরা স্বামী কয়েকটি বিধ্বস্ত বাড়ির ছবি পাঠিয়ে তাদের লিখেছিল, এটিই আমাদের জীবন। জবাবে তারা লিখেছে, এটি খুব বিপজ্জনক নয়, ঠিক আছে। এটি শুধু রাশিয়া নয়, বিদেশেও আমরা অনেকের সঙ্গে সাক্ষাৎ করেছি–যাদের অনেকে রাশিয়াপন্থি ছিলেন, তারাও আমাদের বুঝতে পারেনি, তারা আমাদের বিশ্বাস করেনি।

ইউলিয়া বলেছেন, পশ্চিমা সরকার ও ন্যাটো সামরিক জোটকে অবশ্যই ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় প্রয়োজনীয় আর্থিক ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। কারণ ইউক্রেন শুধু নিজের মুক্তির জন্য লড়াই করছে না, পুরো বিশ্বের মুক্তির জন্য লড়ছে।

ফেব্রুয়ারির শুরুর দিকে ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ইউরো মূল্যের একটি গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রস্তাবের অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা। এর মাধ্যমে ইউক্রেন সরকারি অর্থায়ন ও স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও পেনশনের মতো অত্যাবশ্যক সেবা চালিয়ে যেতে পারবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি আটকে দেওয়ার হুমকির সৃষ্ট অনিশ্চয়তার মাঝে তা অনুমোদন পায়। 

কিছু দিন আগে মার্কিন সিনেটে ইউক্রেনের জন্য একটি সহযোগিতা প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবের আওতায় ইউক্রেনকে ৫৬ বিলিয়ন ইউরো সহযোগিতা করা হবে। 

তবে বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, বিলটি ভোটে উত্থাপনের বিরোধিতা তিনি করবেন।

যুদ্ধে পরিবারগুলোতে ভাঙন

ডনেস্ক অঞ্চলের বাসিন্দা দিমিত্রি একজন বাবা, একজন স্বামী ও একজন চিকিৎসক। তিনি মনে করেন, ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়াসহ ইউক্রেনীয় সব ভূখণ্ড ফিরে পাওয়া উচিত। 

তবে রাশিয়ার বেলগোরোদে বসবাস করা তার বাবা এই অবস্থানের সঙ্গে একমত নন।  দিমিত্রি বলেন, আমার বাবা মনে করেন ইউক্রেনে অনেক নাৎসি রয়েছে। ইউক্রেন দখল করে রাশিয়া সঠিক কাজ করছে। ২০১৭ সাল থেকে আমাদের মধ্যে কথোপকথন হয় না। আর এখন তা অসম্ভব।

দিমিত্রি আরও বলেছেন, আমার বাবার গাড়িতে ‘জেড’ আদ্যক্ষর লেখা রয়েছে। যুদ্ধে তিনি রাশিয়াকে সমর্থন করছেন।

তিনি চান যুদ্ধের শুরু থেকে পাওয়া সব বেদনা ভুলে যেতে। কিন্তু রুশ দখল থেকে ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রয়োজন ইউক্রেনের।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশের নির্বাচনি ফলাফলের জন্য। এরপর তিনি নিজের পরবর্তী কৌশল নির্ধারণ করবেন।

দুই বছরের যুদ্ধে উভয়পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। তবু লড়াই অব্যাহত রয়েছে।

সূত্র: ইউরো নিউজ

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
পশ্চিমা সহযোগিতাই ইউক্রেনের ভরসা
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বশেষ খবর
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
‘বৈধ পথে রেমিট্যান্স পাঠালে প্রণোদনা ৩ শতাংশ বিবেচনা করা হবে’
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম