X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অনিশ্চয়তায় পড়েছে ইউক্রেনের কাছে মার্কিন ড্রোন বিক্রি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ১১:৫১আপডেট : ১৮ জুন ২০২২, ১১:৫১

ইউক্রেনের কাছে চারটি বড় ড্রোন বিক্রি নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে। এই বিষয়ে অবগত দুইটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অস্ত্র বহন উপযোগী এসব ড্রোনের স্পর্শকাতর নজরদারি প্রযুক্তি শত্রুদের হাতে পড়ার আশঙ্কায় এই পরিকল্পনা স্থগিত করা হয়েছে।

উচ্চ মূল্যের প্রযুক্তি শত্রুর হাত থেকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত পেন্টাগনের ডিফেন্স টেকনোলজি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের গভীর পর্যালোচনার সময় বিক্রির বিষয়ে প্রযুক্তিগত আপত্তি উত্থাপিত হয়। এর আগে গত মার্চ থেকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিলো। হোয়াইট হাউজও তাতে সায় দেয়।

পরিকল্পনাটি ছিল ইউক্রেনের কাছে চারটি এমকিউ-১সি গ্রে ঈগল ড্রোন বিক্রি করা। এই ড্রোনে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এগুলো ব্যবহার করতে ইউক্রেনের কাছে বিক্রির খবরটি জুনের শুরুতে প্রথম প্রকাশ করে রয়টার্স।

ড্রোন রফতানি নিয়ে আপত্তি উঠেছে এই উদ্বেগের কারণে যে ড্রোনগুলোতে থাকা রাডার এবং নজরদারি সরঞ্জামগুলি রাশিয়ার হাতে পড়লে তা যুক্তরাষ্ট্রের জন্য সুরক্ষা ঝুঁকি তৈরি করতে পারে। রয়টার্সের সূত্রগুলো বলেছে এই বিবেচনা প্রাথমিক পর্যালোচনাতে উপেক্ষা করা হয়। তবে গত সপ্তাহের শেষের দিকে পেন্টাগনের বৈঠকে এটি উঠে আসে।

পেন্টাগন মুখপাত্র সুয়ে গফ বলেন, ‘সব আন্তর্জাতিক সহযোগীদের কাছে মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তরের আগে প্রযুক্তিগত নিরাপত্তা পর্যালোচনা একটি আদর্শ চর্চা। সব ক্ষেত্রেই তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে পৃথকভাবে পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠিত প্রক্রিয়ার মাধ্যমে, জাতীয় নিরাপত্তা উদ্বেগ যথাযথ অনুমোদনকারী কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়।’

এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এই চুক্তিটি চালিয়ে যাওয়া বা না করার সিদ্ধান্তটি এখন পেন্টাগনের চেইন অফ কমান্ডের উচ্চতর অংশ পর্যালোচনা করছে। তবে এই বিষয়ে কখন সিদ্ধান্ত হবে তা অনিশ্চিত।

ড্রোন বিক্রি এগিয়ে নিয়ে যাওয়ার একটি সমাধান হচ্ছে এতে বর্তমানে থাকা রাডার এবং সেন্সর প্যাকেজ কম পরিশীলিত করতে কিছুটা পরিবর্তন করা। তবে তা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগতে পারে।

পেন্টাগন ড্রোন বিক্রি চালিয়ে যাওয়ার অনুমতি দিলেও এটি আটকানোর সুযোগ পাবে কংগ্রেস। তবে কংগ্রেসে এটি আটকে যাওয়ার আশঙ্কা কম।

প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, জেনারেল অ্যাটমিকস-নির্মিত এই চারটি গ্রে ঈগল ড্রোন মূলত মার্কিন সেনাবাহিনীতে যাওয়ার কথা ছিল। সেনাবাহিনীর বাজেট নথি অনুসারে, গ্রে ঈগলের প্রতিটির দাম এক কোটি ডলার।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!