X
বুধবার, ২৪ জুলাই ২০২৪
৯ শ্রাবণ ১৪৩১

নদীর দু’পাশে করোনা সংক্রমণের এত পার্থক্য কেন?

মিজানুর রহমান
০১ জুন ২০২০, ১৯:৩৮আপডেট : ০২ জুন ২০২০, ১৫:৫০

বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ৮ মার্চ। সেই হিসাবে দেশে করোনা সংক্রমণের ১২ সপ্তাহ পেরিয়ে গেলো। এ বছরের ২৯ মে’র উপাত্ত অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত মোট শনাক্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪ জন। তবে সংক্রমণের পরিমাণ দেশের সব স্থানে একরকম নয়।

ভূতাত্ত্বিকভাবে বিভাজিত দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণের হার বিভিন্ন রকম। কিছু এলাকায় সংক্রমণ এখনও বেশ কম। সংক্রমণের সঙ্গে ভূতাত্ত্বিক বিভাজনের ভূমিকা দেখার জন্য সংক্রমণের কেন্দ্রবিন্দু ঢাকার সঙ্গে বিভিন্ন অঞ্চলের ভূ-সংযোগ ও করোনা সংক্রমণের অবস্থা খতিয়ে দেখেছে বাংলা ট্রিবিউন গবেষণা বিভাগ। পর্যালোচনায় দেখা যায়, ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা দ্বারা বিভাজিত বাংলাদেশের পূর্ব পাশের জেলাগুলোতে সংক্রমণের পরিমাণ পশ্চিম পাশের পরিমাণের চেয়ে প্রায় সাতগুণ বেশি।

ঢাকার সঙ্গে ভূমি সংযোগের ভিত্তিতে সংক্রমণ পরিস্থিতি

  চিত্র-১: বাংলাদেশের পূর্ব ও পশ্চিম ভূখণ্ডে করোনাভাইরাস সংক্রমণের তুলনামূলক চিত্র।ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের মূল ভূখণ্ডটি ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা ও মেঘনা দ্বারা বিভাজিত। এই চারটি নদীর সমন্বিত গতিপথ দেশের উত্তর অংশ থেকে ক্রমেই দক্ষিণে বঙ্গোপসাগর গিয়ে পড়েছে। এই নদীগুলোর গতিপথ দিয়ে বাংলাদেশকে যদি মোটা দাগে দুই ভাগে বিভক্ত করতে হয় তাহলে আমরা দেশকে পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত করতে পারি। দেশের উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের কোলঘেঁষা বরিশাল ও খুলনার জেলাগুলো পর্যন্ত অঞ্চলকে মোটা দাগে পশ্চিম ভাগ এবং জামালপুর-ময়মনসিংহ থেকে সিলেট হয়ে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত জেলাগুলোকে পূর্ব ভাগের জেলা হিসেবে চিহ্নিত করতে পারি।এ হিসেবে দেশের উত্তর-পশ্চিম পাশে আছে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ৩৭টি জেলা। আর উত্তর-পূর্ব পাশে আছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২৭টি জেলা। এই বিভাজনের ভিত্তিতে উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, পশ্চিম পাশের ৩৭ জেলা থেকে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১৭ জন। এই জেলাগুলোর সম্মিলিত জনসংখ্যা ৬ কোটি ৪৭ লাখ ৪২ হাজার। সেই হিসাবে এই অঞ্চলে প্রতি লাখ মানুষে আক্রান্তের সংখ্যা পাঁচ জন। অপরদিকে পূর্ব পাশের ২৭ জেলা থেকে সর্বমোট করোনা শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৮২৩ জন। এসব জেলার সম্মিলিত জনসংখ্যা ৭ কোটি ৯৩ লাখ। প্রতি লাখের জনসংখ্যায় এই অঞ্চলে আক্রান্তের হার ৩৪ জন (চিত্র-১)। অর্থাৎ, পূর্ব পাশে সংক্রমণ পশ্চিম পাশের চেয়ে প্রায় সাতগুণ বেশি। এই পার্থক্যের সম্ভাব্য কারণ জানতে হলে খতিয়ে দেখতে হবে সংক্রমণের কেন্দ্রটি কোন পাশে আছে।
বাংলাদেশে সংক্রমণের কেন্দ্রস্থল ঢাকা। এটি নদী বিধৌত অঞ্চলের পূর্ব পাশে অবস্থান করে। যা এই অঞ্চলের সংক্রমণ পরিস্থিতির সঙ্গে সংক্রমণের কেন্দ্রের ভূতাত্ত্বিক সংযোগের সম্পর্ক নির্দেশ করে। এই ভূতাত্ত্বিক সম্পর্কটি হচ্ছে সংক্রমণের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার ধরন। ঢাকার সঙ্গে দেশের পূর্ব পাশের যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো। আবার এই অঞ্চলে সংক্রমণও ছড়িয়েছে বেশি। ঢাকার সঙ্গে পশ্চিম পাশের সড়ক যোগাযোগ ব্যবস্থা পূর্বপাশের মতো ভালো নয়। সেই সঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ার গতিও তুলনামূলক ধীর।  

আরও বিস্তর পর্যালোচনায় দেখা যায়, পশ্চিম পাশের চারটি বিভাগ আবার পদ্মা দ্বারা দুই ভাগে বিভক্ত। উত্তরে রাজশাহী ও রংপুর বিভাগ এবং দক্ষিণে খুলনা ও বরিশাল বিভাগ। উল্লেখ্য, খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে এই নদী বিধৌত অঞ্চলে ঢাকা বিভাগের পাঁচটি জেলাও রয়েছে। এগুলো হচ্ছে ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী। খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের এই পাঁচটি জেলা মিলিয়ে মোট ২১টি জেলা রয়েছে এই অঞ্চলে। এই ২১ জেলার সম্মিলিত জনসংখ্যা তিন কোটি চার লাখ ৭০ হাজার। এসব জেলায় করোনা আক্রান্ত মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৪ জন। অর্থাৎ, এখানে আক্রান্ত প্রতি লাখে পাঁচ জন। আগ্রহের বিষয় হচ্ছে, একই বিভাগ হওয়া সত্ত্বেও পদ্মা নদীর পশ্চিম পাশে ঢাকা বিভাগের জেলাগুলোর সঙ্গে এ বিভাগের পূর্ব পাশের জেলাগুলোর মধ্যে সংক্রমণের মাত্রায় ব্যাপক পার্থক্য রয়েছে।
পর্যালোচনায় দেখা যায়, ঢাকাসহ পূর্ব পাশের আটটি জেলায় যেখানে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৬৮ জন, পশ্চিম পাশে এই সংখ্যা ১০ জন। অর্থাৎ, সংক্রমণের কেন্দ্র ঢাকার সঙ্গে ভূমি অর্থাৎ সড়ক যোগাযোগ থাকায় একই বিভাগ হওয়া সত্ত্বেও পদ্মা নদীর পূর্ব পাশের জেলাগুলোয় সংক্রমণের মাত্রা পশ্চিম পাশের জেলাগুলোর তুলনায় প্রায় ৭ গুণ বেশি। এর ফলে একটি এলাকায় আক্রান্তের হার সংক্রমণের কেন্দ্রবিন্দুর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে সম্পর্কিত, তার আভাসই দ্বিতীয়বার পাওয়া যায়।

চিত্র-২: ঢাকার সঙ্গে যোগাযোগের ধরন অনুযায়ী সংক্রমণের তুলনামূলক চিত্র
ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মা দ্বারা পৃথক রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলা থেকে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৫১৩ জন। এসব জেলার সম্মিলিত জনসংখ্যা তিন কোটি ৪২ লাখ ৭২ হাজার জন। অর্থাৎ, প্রতি লাখে আক্রান্তের সংখ্যা চার জন। এই অঞ্চলটির সংক্রমণের কেন্দ্রবিন্দু ঢাকার সঙ্গে যমুনা সেতুর মাধ্যমে সংযুক্ত। সেতু সংযোগ থাকা সত্ত্বেও সরকারিভাবে যোগাযোগ নিয়ন্ত্রিত থাকায় ২৯ মে এই অঞ্চলে সংক্রমণ বাড়েনি, যা অত্যন্ত আশার কথা। তবে আশঙ্কার বিষয় হচ্ছে, এই ১৬টি জেলার মধ্যে ১৫টিতেই আক্রান্তের সংখ্যা এখনও ২০০ অতিক্রম না করলেও রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৪০০ অতিক্রম করেছে। বাড়তে থাকলে রংপুর এই অঞ্চলের জন্য হটস্পট হয়ে উঠতে পারে, যা পাশের জেলাগুলোতেও সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। ফলে বিগড়ে যেতে পারে পুরো অঞ্চলের সংক্রমণ পরিস্থিতি।

সবচেয়ে বেশি আক্রান্ত দেখা গেছে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে। পদ্মার পূর্ব পাশে অবস্থিত ঢাকা বিভাগের আটটি জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলো মিলিয়ে এই অঞ্চলে জেলার সংখ্যা মোট ১৬টি। এই জেলাগুলো থেকে মোট ২২ হাজার ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই জেলাগুলোর সম্মিলিত জনসংখ্যা পাঁচ কোটি আট লাখ ৭৭ হাজার জন। হিসাব মোতাবেক, এই ১৬টি জেলায় প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। সংক্রমণের কেন্দ্র ঢাকা জেলাকে বাদ দিলে বাকি ১৫ জেলার ক্ষেত্রে এই সংখ্যা প্রতি লাখে ১৫ জন। ময়মনসিংহ বিভাগের চার জেলায় প্রতি লাখে সংক্রমণ ৯ জন এবং সিলেট বিভাগের চার জেলায় প্রতি লাখে আক্রান্ত ৭ জন।

সংক্রমণের কেন্দ্র থেকে মেঘনা নদী দ্বারা বিভাজিত চট্টগ্রাম বিভাগে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৩১ জন। এই অঞ্চলে দুই কোটি ৮৪ লাখ ২৩ হাজার মানুষের বাস। সেই হিসেবে প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ১৭ জন। তবে এই অঞ্চলে সংক্রমণ বাড়ছে দ্রুত। এই ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে ঢাকার ও চট্টগ্রামের বাণিজ্যিক যোগাযোগের যোগসূত্র থাকতে পারে। যেসব জেলায় আক্রান্তের সংখ্যা চারশ’ পেরিয়েছে, সেগুলোর ম্যাপিং করলে এই যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়।

চিত্র-৩: যেসব জেলায় আক্রান্ত চার শতাধিক

চিত্র ৩ থেকে দেখা যায়, বাংলাদেশে যে ১০টি জেলায় আক্রান্তের সংখ্যা চারশ’ পেরিয়েছে তার মধ্যে নয়টিই পূর্ব পাশে অবস্থিত এবং একই অবিভক্ত রেখায় পড়ে। পূর্ব ভূখণ্ডের লাল চিহ্নিত অংশের দিকে তাকালে দেখা যায় উত্তর থেকে দক্ষিণে যথাক্রমে ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এই নয়টি জেলার সবক’টিতে আক্রান্তের সংখ্যা চারশ’ পেরিয়েছে এবং সংক্রমণ ঊর্ধ্বমুখী।

আশঙ্কার বিষয় হচ্ছে, চট্টগ্রাম বিভাগের চারটি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লায় সংক্রমণ ব্যাপক মাত্রায় গতি পেয়েছে। নিয়ন্ত্রণ করা না গেলে এই বিভাগটির অবস্থাও ঢাকার মতো হয়ে যেতে পারে।

পশ্চিম ভূখণ্ডের মাত্র একটি জেলাতেই আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়েছে, সেটি হচ্ছে রংপুর। তবে রংপুর এই অঞ্চলের হটস্পট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ইতোপূর্বে চট্টগ্রামের সংক্রমণের গতিপথ পর্যবেক্ষণ করলে দেখা যায়, দীর্ঘদিন এই জেলাটিতে সংক্রমণ ধীরে ধীরে বাড়ছিল। ১৪ মে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৭ জন। ১৫ দিনের ব্যবধানে ২৯ মে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুই হাজার ২২৬ জনে। চট্টগ্রামকে এখন দক্ষিণ-পূর্বাঞ্চলের সংক্রমণের কেন্দ্র বললেও ভুল হবে না।

চট্টগ্রামের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে রংপুরের সংক্রমণ এখনই নিয়ন্ত্রণ করা না গেলে রংপুর ও রাজশাহী এই দুটি বিভাগে সংক্রমণ গতি পেতে পারে।

সংক্রমণে তারতম্যের সম্ভাব্য কারণ ও কার্যকর পরিকল্পনায় নদীর ভূমিকা

উপরোক্ত চিত্রগুলো এবং পর্যালোচনা থেকে সংক্রমণের কেন্দ্রের সঙ্গে একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বিষয়টির একটি সম্পর্ক পাওয়া যায়। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের অনেক অঞ্চল ছোট বড় অসংখ্য নদী দ্বারা বিভাজিত। এই নদীগুলো অঞ্চলভিত্তিক সংক্রমণের গতি কেমন হবে তা নির্ধারণ করছে বলে ধারণা করা যায়। তবে এই বিষয়টির আরও সুনির্দিষ্ট প্রমাণের জন্য বিস্তর গবেষণার প্রয়োজন আছে।

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অসংখ্য নদী রয়েছে। বিস্তর গবেষণায় নদীবেষ্টিত এমন অঞ্চল খুঁজে পাওয়া যেতে পারে, যেগুলোতে সংক্রমণের গতি তুলনামূলক ধীর বা সংক্রমণ এখনও পৌঁছায়নি। নদীর বেষ্টনীতে যেহেতু আঞ্চলিক আইসোলেশনের প্রক্রিয়া সহজ, তাই অঞ্চলভিত্তিক সংক্রমণ নিয়ন্ত্রণে এই বিষয়টি বিবেচনায় নেওয়া যেতে পারে।

তথ্যসূত্র:

১। করোনার জেলাভিত্তিক উপাত্ত আইইডিসিআরের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে

২। বাংলাদেশের জনসংখ্যা ২০১১ সালের জরিপ থেকে নেওয়া হয়েছে। জেলাভিত্তিক বর্তমান জনসংখ্যার বয়সভিত্তিক বিভাজন না জানা থাকায় আগের তথ্যই ব্যবহার করা হয়েছে।

/টিএন/এমওএফ/
নারী অভিবাসীদের নিয়ে ৭৯ ভাগ খবরই নেতিবাচক
নারী অভিবাসীদের নিয়ে ৭৯ ভাগ খবরই নেতিবাচক
‘করোনায় কর্মসংস্থান হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব’
‘করোনায় কর্মসংস্থান হারালেও ঘুরে দাঁড়ানো সম্ভব’
বাড়ছে না ছুটি, ঢাকার সামনে কী অপেক্ষা করছে?
বাড়ছে না ছুটি, ঢাকার সামনে কী অপেক্ষা করছে?
টেস্ট ও রোগী দুটোই বেড়েছে: কতটা বেড়েছে?
টেস্ট ও রোগী দুটোই বেড়েছে: কতটা বেড়েছে?
করোনা আক্রান্ত ঢাকায় অবাধ চলাচল ডেকে আনবে মহাবিপদ
করোনা আক্রান্ত ঢাকায় অবাধ চলাচল ডেকে আনবে মহাবিপদ
আইইডিসিআর’র তথ্যে অসঙ্গতি কেন?
আইইডিসিআর’র তথ্যে অসঙ্গতি কেন?
‘কোভিড-১৯ মে মাসে শেষ হবে’: বৈজ্ঞানিক বাস্তবতায় অন্য কিছুর ইঙ্গিত
‘কোভিড-১৯ মে মাসে শেষ হবে’: বৈজ্ঞানিক বাস্তবতায় অন্য কিছুর ইঙ্গিত
কেন বাংলাদেশে করোনাভাইরাস এত ছড়িয়ে গেলো?
কেন বাংলাদেশে করোনাভাইরাস এত ছড়িয়ে গেলো?
ডিএমপির ৮ থানার ওসিকে বদলি
ডিএমপির ৮ থানার ওসিকে বদলি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: জনমত জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা
পাঁচ দিন পর খুললো অফিস-আদালত
পাঁচ দিন পর খুললো অফিস-আদালত
টি-টোয়েন্টিতে লঙ্কানদের নতুন অধিনায়ক
টি-টোয়েন্টিতে লঙ্কানদের নতুন অধিনায়ক
কারফিউ বা সান্ধ্য আইন কী 
কারফিউ বা সান্ধ্য আইন কী 
ইথিওপিয়ায় ভূমিধসে নিহত বেড়ে অন্তত ২২৯
ইথিওপিয়ায় ভূমিধসে নিহত বেড়ে অন্তত ২২৯
কোটা আন্দোলন: প্রধানমন্ত্রীর বর্ণনায় ক্ষয়ক্ষতির চিত্র 
কোটা আন্দোলন: প্রধানমন্ত্রীর বর্ণনায় ক্ষয়ক্ষতির চিত্র 
চাকরিতে কোটা: প্রজ্ঞাপনে যা আছে
চাকরিতে কোটা: প্রজ্ঞাপনে যা আছে
সর্বশেষসর্বাধিক