X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

পূর্ব ইউরোপে কয়েক হাজার কমান্ডো পাঠাচ্ছে ন্যাটো

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ শুক্রবার জানিয়েছেন, ইউক্রেন সীমান্তবর্তী জোটের সদস্য দেশগুলোতে যুদ্ধের জন্য প্রস্তুত এমন কয়েক হাজার কমান্ডো মোতায়েন করা হবে। একই সঙ্গে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ অস্ত্র পাঠানো অব্যাহত থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

স্টোলেনবার্গ জানান, ন্যাটো তাদের র‍্যাপিড রেসপন্স ফোর্সের সদস্যদের মোতায়েন করতে যাচ্ছে। এই বাহিনীতে স্থল, বিমান, নৌ ও স্পেশাল অপারেশন্স ফোর্সের সদস্যরা রয়েছেন।

ন্যাটো জোটের ৩০টি দেশের মধ্যে কয়েকটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছে বলে জানান স্টোলেনবার্গ। তবে কেমন অস্ত্র ও কী পরিমাণে পাঠানো হবে তা সম্পর্কে বিস্তারিত বলেননি তিনি।

ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতিবেশী এস্তোনিয়া থেকে শুরু করে বুলগেরিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পর ন্যাটো এই ঘোষণা দিলো। তবে আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্পষ্ট করেছেন, রাশিয়া আক্রমণাত্মক পদক্ষেপের মোকাবিলায় পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোতে মার্কিন সেনা মোতায়েন করা হবে। কিন্তু তারা ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে না।

মহাসচিব বলেন, ইউক্রেনকে সহযোগিতা দেওয়ার জন্য মিত্ররা অঙ্গীকারবদ্ধ। সমন্বিত প্রতিরক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবারের মতো ন্যাটোর রেসপন্স ফোর্স মোতায়েন করতে যাচ্ছি। ভুল বোঝাবুঝি বা ভুল হিসাবের কোনও অবকাশ নেই। প্রত্যেক মিত্র দেশ ও ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় আমরা সবকিছু করব।

স্টোলেনবার্গ জানান, ইউক্রেনের সরকারকে উৎখাতের চেষ্টা করছে রাশিয়া। বলেন, আমরা বাগাড়ম্বর দেখছি, যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তাতে দৃঢ় ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিয়েভের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটানোই লক্ষ্য।

এর আগে ন্যাটোর সুপ্রিম কমান্ডার কমান্ডার জেনারেল টড ওল্টার্স বহুদেশীয় এই বাহিনীকে সক্রিয় করেছেন। এক বিবৃতিতে রেসপন্স ফোর্সকে সক্রিয় করাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে তিনি উল্লেখ করেছেন। তবে ইউক্রেনে রুশ ঠেকাতে লড়াইয়ের জন্য নয়, জোটের সদস্য দেশের জন্য প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।

আল জাজিরা জানিয়েছে, ন্যাটোর রেসপন্স ফোর্সের সদস্য ৪০ হাজারের মতো হতে পারে। তবে স্টোলেনবার্গ জানিয়েছেন, পুরো বাহিনীকে মোতায়েন করা হবে না। ন্যাটো জারগন বলে পরিচিত স্পেয়ারহেড ইউনিটের একাংশ ভেরি হাই রেডিনেস জয়েন্ট টাস্কফোর্স হিসেবে মোতায়েন করা হবে। এই বাহিনীর নেতৃত্বে রয়েছে ফ্রান্স।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়ার সঙ্গে আলোচনার আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে বললেন জেলেনস্কি
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন পুতিন
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন