X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

গুরুতর অসুস্থতায় মারা যাবেন পুতিন: ইউক্রেনীয় জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ১৯:৪৩আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:৪৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘গুরুতর’ অসুস্থতায় ভুগছেন। এমনটাই বিশ্বাস ইউক্রেনের কর্মকর্তাদের। আর দেশটির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল কিরিলো ও. বুদানোভের মতে, আগামী দুই বছরের মধ্যে মারা যাবেন পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

শনিবার সংবাদমাধ্যম ইউএসএ টুডে-তে প্রকাশিত এক সাক্ষাৎকারে বুদানোভ দাবি করেন, পুতিনের সামনে দীর্ঘ জীবন নেই। তবে নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দেননি তিনি।

রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন অবশ্য বরাবরই জোর দিয়ে বলে আসছে যে, পুতিন সুস্থ আছেন। তবে তার প্রকৃত অবস্থা নিয়ে প্রশ্নের অবকাশ রয়ে গেছে।

এই মাসের শুরুর দিকে সংবাদমাধ্যম নিউজউইক জানিয়েছে, একটি ক্লাসিফায়েড মার্কিন রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট গত এপ্রিল মাসে ক্যানসারের চিকিৎসা নিয়েছিলেন।

বুদানভ গত মে মাসেও দাবি করেছিলেন যে, পুতিন ক্যানসার এবং অন্যান্য রোগে ‘খুব অসুস্থ’ ছিলেন। স্কাই নিউজের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেছিলেন, রুশ প্রেসিডেন্টের মানসিক ও শারীরিক অবস্থা খুবই বাজে ছিল এবং তিনি খুব অসুস্থ। তবে একই মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পুতিনের অসুস্থতার খবর নাকচ করে দেন।

ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১-এর সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেন, আমি মনে করি না যে, কোনও বিবেকবান মানুষ তার (পুতিন) মধ্যে কোনও ধরনের অসুস্থতা বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবে। তিনি প্রতিদিন জনসম্মুখে হাজির হন। আপনার তাকে স্ক্রিনে দেখতে পারেন, তার বক্তব্য শুনতে পারেন।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। গত ১৪ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন। তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
একদিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালালো ইসরায়েল
তেলের দাম কমায় পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে আরও আগ্রহী: ট্রাম্প
অনুসন্ধানে পুলিৎজার জিতলো রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস পেলো চারটি পুরস্কার
সর্বশেষ খবর
টেকসই উন্নয়নে সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার
টেকসই উন্নয়নে সব খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছেলের মারধরে আহত বাবা বললেন ‘আগে জানলে এমন পোলা জন্মই দিতাম না’
ছেলের মারধরে আহত বাবা বললেন ‘আগে জানলে এমন পোলা জন্মই দিতাম না’
কাঁচা আম দিয়ে ছোট মাছের তরকারি রান্নার রেসিপি জেনে নিন
কাঁচা আম দিয়ে ছোট মাছের তরকারি রান্নার রেসিপি জেনে নিন
নতুন কোচের নাম জানাতে দিনক্ষণ নির্ধারণ করেছে ব্রাজিল
নতুন কোচের নাম জানাতে দিনক্ষণ নির্ধারণ করেছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস