X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইউক্রেনে নতুন মার্কিন অস্ত্র, কৌশল বদলে বাধ্য হবে রাশিয়া?

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১১

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আবেদনের সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক বছর দীর্ঘ সংঘাতে এই প্রথমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইউক্রেন। যা দিয়ে রণক্ষেত্র থেকে অনেক দূরে হামলা চালাতে পারবে ইউক্রেনীয় বাহিনী। এসব অস্ত্র ইউক্রেন ব্যবহার শুরু করলে রাশিয়াকে সম্ভাব্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হবে অথবা নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কৌশল বদলাতে হবে।

ইউক্রেন নতুন যে মার্কিন ক্ষেপণাস্ত্র পাচ্ছে সেটির আনুষ্ঠানিক নাম হলো গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব বা জিএলএসডিবি। এটি দিয়ে বর্তমানে ইউক্রেনে থাকা মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্বিগুণ দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে দেশটির সেনারা। রয়টার্সের প্রতিবেদনের দাবি অনুসারে যদি সত্যিই এগুলো ইউক্রেনে পাঠানো হয় তাহলে দেশটির পূর্বাঞ্চলে রুশ সেনাবাহিনীর সাপ্লাই লাইন, এমনকি রুশ দখলকৃত ক্রিমিয়াও তাদের হামলার আওতায় চলে আসতে পারে।

এতে রুশ বাহিনী তাদের সাপ্লাই লাইন আরও দূরে সরিয়ে নিতে বাধ্য হবে। ফলে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে রুশ সেনারা। তাদের যে কোনও নতুন আক্রমণ পড়বে বড় ধরনের জটিলতায়।

ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাগোরোদনিয়ুক বলেন, এটি রুশ আক্রমণকে অনেক মন্থর করে দেবে। হিমার্স যেমন যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছিল, এগুলোর প্রভাব আরও বেশি হবে।

জিএলএসডিবি এটি ৯৪ মাইল (১৫০ কিলোমিটার) দূরে আঘাত হানতে সক্ষম। জিএলএসডিবি যৌথভাবে নির্মাণ করেছে সাব এবি ও বোয়িং। এতে এম২৬ রকেট মোটরের সঙ্গে জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব (এসডিবি) রয়েছে। এগুলো জিপিএস নিয়ন্ত্রিত ও কিছু ইলেক্ট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম। ব্যবহার করা যাবে যেকোনও পরিস্থিতিতে। হিমার্সের মতো জিএলএসডিবি থেকে বোমা ব্যবহার করে ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা যাবে। যা দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবে জেলেনস্কির সেনারা। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করা আগের যে কোনও দূরপাল্লার চেয়ে এর রেঞ্জ বেশি।

রয়টার্সকে মার্কিন সূত্র জানিয়েছে, এগুলো হিমার্সে ব্যবহার করা যাবে না। তবে যুক্তরাষ্ট্র এসব রকেটের জন্য নতুন লঞ্চার সরবরাহ করবে ইউক্রেনকে। ২০২৩ সালের বসন্তে এগুলো ইউক্রেনকে সরবরাহ করা হতে পারে।

গত বছর জুন মাসে প্রথমবার ইউক্রেনকে যখন হিমার্স সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। এগুলো ৭৭ কিলোমিটার (৪৮ মাইল) দূরে আঘাতে সক্ষম ছিল। এতে ইউক্রেনীয় সেনাবাহিনীর শক্তি বেড়ে যায়। তারা সক্ষম হয়েছিল রুশ গোলাবারুদের গুদাম ও অস্ত্রাগার ধ্বংস করতে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন এসব নতুন গ্লাইড বোমাগুলো পেয়ে গেলে রাশিয়াকে নিজেদের সাপ্লাই আরও দূরে সরিয়ে নিতে হবে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩০
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০১
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০১
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
সর্বশেষ খবর
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
‘মুম্বাইয়ের সঙ্গে দীর্ঘ সময় খেললে ব্রেইন ফেটে যাবে’
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার: যেসব নির্দেশনা দিলো পিএসসি
দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে লড়ছে ভাই-ছেলে, শাজাহান খান বললেন, ‘পরিবারের ঐতিহ্য’
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান