X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

রুশ প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে ব্যঙ্গ করলেন ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ০৮:৩৩আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:০৯

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত দখলের লড়াইয়ের জন্য রাশিয়ার কাছে আবারও গোলাবারুদ চেয়েছেন। একই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাপ্রধানকে নিয়ে ব্যঙ্গও করেছেন তিনি। শনিবার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

শনিবারের ভিডিওতে তিনি দাবি করেছেন, রাশিয়ার শীর্ষ কমান্ডারের কাছে ক্ষমা চাইতে তিনি প্রস্তুত আছেন। কিন্তু একই সঙ্গে তিনি রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে নিয়ে ব্যঙ্গও করেছেন।

প্রিগোজিন বলেছেন, তারা অসাধারণ সামরিক কমান্ডার। গ্রেগরি ঝুকভ ও আলেক্সান্ডার সুভোরভসহ রাশিয়ার শ্রেষ্ঠ সামরিক নেতারা তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারতেন। আমি অবশ্যই সম্পূর্ণরূপে তাদের সব উদ্যোগ সমর্থন করি।

বাখমুত দখলে রুশ আক্রমণের সম্মুখ-সারিতে রয়েছে ওয়াগনার বাহিনী। গোষ্ঠীটি দাবি করেছে, তারা বাখমুত শহরের প্রাণকেন্দ্রের কাছাকাছি পৌঁছে গেছে। শনিবার প্রকাশিত ভিডিওতে প্রিগোজিনকে একটি বহুতল ভবনের ছাদে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। তিনি দাবি করেছেন, ভবনটি বাখমুত শহরে অবস্থিত।

ভিডিওতে দূরের একটি ভবনের দেখিয়ে প্রিগোজিন বলেন, এটি নগর প্রশাসনের ভবন, এটিই শহরের প্রাণকেন্দ্র। এটি এক কিলোমিটার ও ২০০ মিটার দূরে।

আল জাজিরার পক্ষ থেকে প্রিগোজিনের দাবি ও অবস্থানের সত্যতা পৃথকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রিগোজিন ভিডিওতে যখন কথা বলছিলেন তখন কামানের গোলা ছোড়ার শব্দ শোনা গেছে। তিনি বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেনাবাহিনীর কাছ থেকে আরও গোলাবারুদ পাওয়া এবং সামনে এগিয়ে যাওয়া।

লড়াইয়ের জন্য প্রতি মাসে ১০ হাজার গোলাবারুদ প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

চলমান ইউক্রেন যুদ্ধে সবচেয়ে দীর্ঘ ও রক্তাক্ত লড়াইয়ে পরিণত হয়েছে বাখমুত। রুশ সেনাবাহিনী প্রায় সাত মাস ধরে শহরটি দখলের চেষ্টা করে যাচ্ছে। উভয়পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতি স্বীকার করছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত প্রিগোজিন যুদ্ধে রুশ বাহিনীর কয়েকটি ব্যর্থতার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমালোচনা শুরু করেন। অনেকে এই সমালোচনাকে ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন। লড়াইয়ে সাফল্যের কৃতিত্ব নিয়েও রাশিয়ার নিয়মিত বাহিনী এবং ওয়াগনার গ্রুপকে মুখোমুখি অবস্থানে দেখা গেছে।

গত সপ্তাহের শুরুতে ওয়াগনার গ্রুপ দাবি করেছিল, তারা বাখমুতের পূর্বাঞ্চল দখল করেছে। 

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি