X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

বাখমুতের উত্তরাংশে কঠিন পরীক্ষার মুখে ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ১৯:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১০:০৯

ইউক্রেনের পূর্বাঞ্চলে বোমার আঘাতে বর্ণনার অযোগ্য হয়ে পড়া ছোট একটি ঘর থেকে নিজের ব্যাটালিয়নকে নেতৃত্ব দিচ্ছেন আন্দ্রি টুমান। ‘ফগ’ বা কুয়াশা ছদ্মনামের এই সামরিক কর্মকর্তা ক্রমশ তীব্র হয়ে ওঠা রুশ হামলা প্রতিহত করতে সারাক্ষণ কাজ করে যাচ্ছেন।

লুহানস্ক অঞ্চলের দক্ষিণে অবস্থিত বাখমুত শহর দখলের লক্ষ্যে সাত মাস ধরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। এখানে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েন করেছে রুশ বাহিনী। শহরটির অর্ধেক বা পূর্বাংশ দখলে নিয়েছে তারা। তিন দিক ঘিরে ফেললেও বাকি রয়েছে উত্তর দিক। এটিই একমাত্র পথ যা দিয়ে ইউক্রেনীয় সেনারা রসদ ও সরঞ্জাম পেতে পারে।

কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাকর্মীরা টুমানকে ব্যাপক হতাহতের কথা জানিয়েছেন। যা প্রমাণ করছে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে চলমান লড়াইয়ে উভয়পক্ষকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

৪৫ বছর বয়সী টুমান বলেন, ফেব্রুয়ারির শুরু থেকে রুশরা ৪০ থেকে ৫০ বার আক্রমণের চেষ্টা করেছে। আমরা সবগুলো প্রতিহত করেছি।  

তিনি আশঙ্কা করছেন, বাখমুতে রুশবাহিনী যা করছে তা পরে আরও বড় পরিসরে ঘটতে পারে। রুশরা সম্প্রতি তাদের আক্রমণের দিক পাল্টে ফেলেছে। তারা লিম্যানগামী সড়কে একটি শহর দখলের লক্ষ্য নিয়েছে। বাখমুতের পর এটিই দ্বিতীয় মূল দিক। তারা যদি লিম্যান আসতে পারে তাহলে ক্রামাটর্স্ক ও স্লোভিয়ানস্ক যেতে পারবে।

অনেক বিশ্লেষকও বলছেন, মস্কোর লক্ষ্য এমনটি হলেও তা বাস্তবায়ন করা রাশিয়ার জন্য কঠিন হবে। কারণ বাখমুত কার্যত পরিত্যক্ত হয়ে পড়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর ওলেক্সান্ডার মুসিয়েঙ্কো বলেন, রাশিয়ার সেনাবাহিনীর ক্রমবর্ধমান গতিবিধি প্রমাণ করছে তারা লিম্যানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ফেব্রুয়ারিতে শহরটির দিকে চার কিলোমিটার এগিয়ে যেতে পেরেছিল।

তিনি বলেন, স্লোভিয়ানস্ক-ক্রামাটর্স্ক-কস্টিয়ান্তিভকা দখল করতে রাশিয়ার অনেক সেনা প্রয়োজন হবে। ফলে রুশ সেনাবাহিনী ইতোমধ্যে যে সেনা হারিয়েছে তাতে তারা এটি দখলে সক্ষম হতে পারার সুযোগ কম।

গত বছর ফেব্রুয়ারিতে আক্রমণের পর রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে সক্রিয় রয়েছে টুমানের ১১০তম ব্যাটালিয়ন। গত বছর পাল্টা আক্রমণে অঞ্চলটি পুনরুদ্ধার করে ইউক্রেন।

সব জায়গায় রয়েছে যুদ্ধের ক্ষত। বাড়ি ও দোকান-পাট বিধ্বস্ত, অগ্নিসংযোগে অচল হয়ে পড়া সামরিক যান এবং কামানের গোলার বিকট শব্দ আসছে উত্তরপূর্ব দিক থেকে।

এরপরও কার্যত এই যুদ্ধ একধরনের অচলাবস্থায় পৌঁছে গেছে। রাশিয়া বাখমুত ঘিরে খুব একটা সফলতা পায়নি। আট মাসের চেষ্টায় তারা শহরের অর্ধেক দখলে সক্ষম হয়েছে।

ইউক্রেনীয় পদক্ষেপ হিসেবে টুমান মনে করেন একটি পাল্টা আক্রমণ খুব শিগগিরই শুরু হবে। উষ্ণ আবহাওয়ার কারণে অনেক সড়কে কাদা হয়ে আছে। এতে করে ভারী যানবাহন আটকে যাচ্ছে।

তিনি বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষ রিজার্ভ ব্যাটালিয়নকে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। পাল্টা আক্রমণে তাদের কাজে লাগানো হবে। বসন্তের আবহাওয়া পাল্টা আক্রমণের জন্য অনকূল নয়। ফলে আমি মনে করি এপ্রিলে তা শুরু হবে।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেন-রাশিয়া বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রকে ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যস্থতাকারী মানতে নারাজ শশী থারুর
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি