ইউক্রেনের মধ্যাঞ্চলীয় চেরকাসি অঞ্চলে শনিবার দিবাগত রাতে ৩০টি ড্রোন হামলা চালিয়েছিল রাশিয়া। রবিবার (০১ অক্টোবর) ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, এগুলোর মধ্যে ১৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
টেলিগ্রামে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী বলেছে, সবগুলো ড্রোন দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও উত্তর দিক থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
কর্তৃপক্ষ বলছে, মধ্যাঞ্চলীয় ইউক্রেনীয় শহর চেরকাসিতে এই হামলা চালায় রাশিয়া।
চেরকাসির গভর্নর ইনর ট্যাবুরেটস টেলিগ্রামে বলেছেন, রাতে আমাদের চেরকাসি অঞ্চলে ড্রোন হামলা করেছিল রাশিয়া। উমানের শিল্প অবকাঠামোতে কয়েকটি ড্রোন করেছে।
তিনি আরও বলেন, এই হামলায় গুদামে আগুন ছড়িয়ে পড়ে। এখানেই শস্য মজুদ ছিল। এই হামলায় একজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ মাইকোলাইভ ও পূর্ব ডিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলে বেসামরিক অবকাঠামো ও শস্য গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।