২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে বিরোধীরা গুরুত্বপূর্ণ সাফল্য পেতে যাচ্ছে। বেশিরভাগ বুথ ফেরত জরিপে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় বিজয়ের পূর্বাভাস থাকলেও ভোট গণনায় বিপরতী চিত্র উঠে এসেছে। বিরোধীদের ইন্ডিয়া জোট দুই শতাধিক আসনে এগিয়ে রয়েছে। ভারতের মুম্বাইয়েও জোটটি ভালো অবস্থানে রয়েছে।
ভোট গণনার শুরুতে পর্যন্ত বিজেপি-শিব সেনা জোট মুম্বাইয়ের গুরুত্বপূর্ণ কিছু আসনে এগিয়ে ছিল। কিন্তু পরে ইন্ডিয়া জোটের ভোট বাড়তে থাকে। ভারতের বাণিজ্যিক রাজধানীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিরোধীদের অবস্থান ভালো।
মুম্বাই নর্থ
এই আসনে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পিযুশ গোয়াল এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত তিনি ৬৫ দশমিক ৩৮ শতাংশ ভোট পেয়েছেন। কংগ্রেস নেতা ভুশন পাতিল ২ লাখ ভোটে পিছিয়ে রয়েছেন।
মুম্বাই নর্থ ওয়েস্ট
শিব সেনা ইউবিটির অমোল গজানন কীর্তিকার ৩ লাখ ৩০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থানীয় উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় নির্বাচনি প্রচারণা করেছিলেন তিনি। তার পেছনে রয়েছে রয়েছেন শিব সেনার প্রার্থী রবীন্দ্র দত্তরাম ওয়াকাড়। তবে ব্যবধান ৮ হাজার ভোটের।
মুম্বাই নর্থ ইস্ট
সেনা ইউবিটির সঞ্জয় দিনা ২৫ হাজার ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপির মিহির চন্দ্রকান্ত এই আসনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
মুম্বাই নর্থ সেন্ট্রাল
বিজেপির উজ্জ্বল নিকাম এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার ভোট পেয়েছেন। পিছিয়ে রয়েছেন কংগ্রেসের ভারশা গায়কোয়াড়। তবে ব্যবধান খুব বেশি না, মাত্র ৬ হাজার ভোটের।
মুম্বাই সাউথ সেন্ট্রাল
সেনা ইউবিটির অনিল যশবন্ত ৩ লাখ ৭০ হাজার ভোট পেয়ে এগিয়ে আছেন। শিব সেনার রাহুল রমেশ পিছিয়ে আছেন ৫২ হাজার ভোটে।
মুম্বাই সাউথ
সেনা ইউবিটির অরবিন্দ সাওয়ান্ত ২ লাখ ৬০ হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ২ লাখ ১০ হাজার ভোট পেয়ে পিছিয়ে আছেন শিব সেনার যামিনী যাদব।