কেরালার রায়বেরেলিতে প্রতিদ্বন্দ্বী বিজেপির দীনেশ প্রতাপ সিংকে ছাড়িয়ে গেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২ লাখ ৬২ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই বিপুল ভোটের ব্যবধান ২০০৪ সালে তার মা সোনিয়া গান্ধীর জয়ের ব্যবধানকেও ছাড়িয়ে গেছে। নির্বাচন কমিশনের বরাত দিয়ে মঙ্গলবার (৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
২০০৪ সাল থেকে সোনিয়া গান্ধী এই আসনটি ধরে রেখেছিলেন। ২০১৯ সালে প্রতাপ সিংয়ের বিরুদ্ধে এক লাখ ৬৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এবার লোকসভা প্রতিদ্বন্দ্বিতা থেকে বেরিয়ে এসে রাজ্যসভায় পা রেখেছেন সোনিয়া। এই আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে তাকে স্থলাভিষিক্ত করেছেন ছেলে রাহুল গান্ধী।
রাহুল ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেথি লোকসভা আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। গত নির্বাচনে ওই আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে বিশাল ব্যবধানে পরাজিত হন। তবে কেরালায় দ্বিতীয় আসনটিতে জয়ী হন রাহুল এবং এমপি পদে বহাল থাকেন।
এবারও দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়ানাদ উভয় আসনেই এগিয়ে রয়েছেন। ওয়েনাদে প্রতিদ্বন্দ্বী সিপিএমের অ্যানি রাজার থেকে ৩ লাখের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।