X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

মিত্ররা চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় ছাড় দিতে নারাজ বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৪, ১৮:৫৪আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮:৫৪

লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানো নরেন্দ্র মোদির বিজেপি দল সরকার গঠনে জোট মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার গঠনের বিষয়ে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেসম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর কাছ থেকে সমর্থন পেয়েছে। তবে এবার মন্ত্রণালয় বণ্টন নিয়ে মিত্ররা দরকষাকষি শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, জোট মিত্ররা প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চাইছে। তবে দলগুলোকে বড় ছাড় দিতে রাজি না বিজেপি।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ১৬ ও ১২টি আসন থাকা টিডিপি ও জেডিইউ তাদের পছন্দের মন্ত্রণালয়গুলোর দিকে নজর দিয়েছে। প্রাথমিক আলোচনায় জোট মিত্ররা প্রতি চার এমপির জন্য একজন মন্ত্রী চেয়েছে। এই হিসাবে, টিডিপি চারটি এবং জেডিইউ তিনটি মন্ত্রণালয় চেয়ে বলে জানা গেছে। এছাড়া, একনাথ শিন্ডের শিবসেনা ৭টি আসন এবং চিরাগ পাসওয়ানের এলজেপি ৫টি আসন নিয়ে দুটি করে মন্ত্রণালয় চেয়েছে।

সূত্র আরও জানিয়েছে, লোকসভা স্পিকারের পদও চাইছেন নাইডু। কিন্তু বিজেপি তার এ দাবি মেনে নিতে রাজি না। টিডিপি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি জানা পারে।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। যা একক সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে ৩২টি আসন কম। তাই মোদির তৃতীয় মেয়াদে এনডিএ জোট মিত্রদের গুরুত্ব বেড়েছে। টিডিপি, জেডিইউ, শিবসেনা (একনাথ শিন্ডে) এবং লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) সম্মিলিতভাবে ৪০টি আসনে জয়ী হয়েছে। জোট মিত্রদের সমর্থনে বিজেপি সরকার গঠন করতে পারবে।

আগের দুই সরকারের আমলে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এনডিএ মিত্ররা মূল মন্ত্রিসভায় বড় মন্ত্রণালয় পায়নি। কিন্তু এবারের ফলাফল একটি ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত। এই পরিস্থিতিতে মিত্রদের মন্ত্রিত্বের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বিজেপি মূল মন্ত্রণালয়গুলো নিয়ে আপস করতে চায় না।

প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিজেপি পরিকাঠামো উন্নয়ন, কল্যাণ, যুব বিষয়ক এবং কৃষি মন্ত্রণালয়ও নিজের কাছে রাখতে চায়। এই মন্ত্রণালয়গুলো দরিদ্র, নারী, যুবক এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ।

এছাড়া, রেলওয়ে ও সড়ক পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে বিজেপি বড় সংস্কার কাজ বাস্তবায়ন করেছে। মিত্রদের কাছে এই মন্ত্রণালয়গুলো হস্তান্তর করে সংস্কারের গতি ধীর করতে চায় না তারা। রেলওয়ে ঐতিহ্যগতভাবে মিত্রদের হাতে ছিল এবং বিজেপি এটি নিজের হাতে ফিরিয়ে আনতে অনেক পরিশ্রম করেছে।

জেডিইউকে পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এবং টিডিপিকে সিভিল অ্যাভিয়েশন ও স্টিল মন্ত্রণালয় দেওয়া হতে পারে। ভারী শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে শিবসেনা।

এনডিএ মিত্রদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা সংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

এর বাইরে, পর্যটন, এমএসএমই, দক্ষতা উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়গুলো মিত্রদের হাতে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

যদি চন্দ্রবাবু নাইডু লোকসভা স্পিকারের পদে অনড় থাকেন, তাহলে বিজেপি তাকে ডেপুটি স্পিকারের পদ দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারে।

/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৬ জুন ২০২৪, ১৮:৫৪
মিত্ররা চায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বড় ছাড় দিতে নারাজ বিজেপি
০৪ জুন ২০২৪, ২২:৫৫
সম্পর্কিত
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে অব্যাহতি দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
জনগণ খালেদা জিয়াকে আস্থার প্রতীক মনে করে: শিমুল বিশ্বাস
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা যান চলাচল বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ