X
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
৩ শ্রাবণ ১৪৩২

এমপি আজীমের খুনির সন্ধানে নেপাল যাচ্ছে সিআইডি

রক্তিম দাশ,কলকাতা
২৯ মে ২০২৪, ২০:২৮আপডেট : ২৯ মে ২০২৪, ২১:৩৬

এমপি আনোয়ারুল আজীম আনারের খুনের ঘটনায় নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীনসহ চার জনের বিরুদ্ধে ‘লুকআউট নোটিশ’ জারি করেছে পশ্চিমবঙ্গ সিআইডি। আখতারুজ্জামান শাহীন নেপালে কোথায় উঠেছিলেন, তারপর সেখানে কোথায় কোথায় গিয়েছিলেন ইত্যাদি প্রশ্নের জবাব খুঁজতেই সিআইডির একটি দল সে দেশে যাচ্ছে। পাশাপাশি, এই ঘটনার আরেক অভিযুক্ত সিয়াম নেপালে থাকতে পারেন বলে সিআইডি সূত্রের খবর। এই অভিযানে সিআইডি গোয়েন্দাদের নজরে রয়েছেন সিয়ামও।

তদন্ত কর্মকর্তাদের দাবি, আনোয়ারুল আজীম আনার খুনের ঘটনার মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহীন কলকাতা থেকে কাঠমান্ডু হয়ে পালিয়েছেন। তিনি কোথায় গিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত অথবা যুক্তরাষ্ট্রে পালিয়েছেন।

এদিকে নিউ টাউনের ওই আবাসনের সেপটিক ট্যাংক থেকে প্রায় ৪ কেজি ওজনের মাংসপিণ্ড উদ্ধার করেছেন মামলার তদন্ত কর্মকর্তারা। তাদের ধারণা, এসব মাংসপিণ্ড নিহত এমপি আনোয়ারুল আজীমের।

আরও জানা গেছে, নিউ টাউনের ওই আবাসনের সেপটিক ট্যাংকে মানুষের মাংস ছাড়া কিছু চুলও মিলেছে। সবই মৃত সংসদ সদস্যের বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। তবে তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করানো হবে। তার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় উড়িয়ে আনা হচ্ছে নিহতের কন্যাকে।

প্রসঙ্গত, আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে পর পর তিনবার এমপি নির্বাচিত হন। গত ১২ মে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান তিনি। সেখানে বরাহনগর থানার মগুলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে ওঠেন। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হলে তার আর খোঁজ মেলেনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন।

গত বুধবার বিকালে পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি, যার ভিত্তিতে মনে করছি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে। তবে মরদেহ এখনও পাওয়া যায়নি। পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজীম উঠেছিলেন, সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের। সন্দীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান নামের এক ব্যক্তি। আখতারুজ্জামানই ওই ফ্ল্যাটে আজীমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

/আরআইজে/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
সূত্রাপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু
গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যু কীভাবে হলো, তদন্ত কমিটি দেখবে: প্রেস সচিব
ঢাকা মেডিক্যালে হাজতির মৃত্যু
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
নারায়ণগঞ্জে এনসিপির তোরণে আগুন দিলো দুর্বৃত্তরা
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
শক্ত প্রতিরোধ গড়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
জুলাই আন্দোলনশক্ত প্রতিরোধ গড়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কোনও বিদেশির আদেশ মানবো না: ট্রাম্পকে ইঙ্গিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট
কোনও বিদেশির আদেশ মানবো না: ট্রাম্পকে ইঙ্গিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট
সর্বাধিক পঠিত
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
শুক্রবার প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
দুই ভাইয়ের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পাচারের অভিযোগ
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
নতুন করে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা চালু, অনুষ্ঠিত হবে ডিসেম্বরে
প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা
প্রাথমিক বিদ্যালয়ে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১৬ কোটি ৩৯ লাখ টাকা