X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

রাজধানীর বিভিন্ন সড়কে পানি, ভোগান্তিতে মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৭:৩৯আপডেট : ২৭ মে ২০২৪, ১৭:৩৯

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। মূল সড়কসহ রাজধানীর অনেক অলিগলিতে জমে গেছে হাঁটু সমান পানি। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সোমবার (২৭ মে) দুপুর ২টায় সরেজমিনে দেখা গেছে, বংশাল, ধোলাইখাল, নিউমার্কেটসহ বেশ কয়েকটি এলাকায় অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, সায়েদাবাদ, শনির আখড়া, মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক জায়গায় দোকানপাট বন্ধ করে অলস সময় পার করছেন বিক্রেতারা।

ভোগান্তিতে পড়েছেন কাজে বের হওয়া মানুষেরা। ছবি: সাজ্জাদ হোসেন

বংশাল এলাকার বাসিন্দা মাহবুব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বর্ষা এলেই সিটি করপোরেশনের মনে পড়ে তাদের উন্নয়ন কাজ করতে হবে। সারা বছর খবর থাকে না। এই এলাকার ড্রেনের কাজ চলছে। এ কারণে পানি কোথাও যেতে পারছে না। তাই অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে মানুষজনকে।’

যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ছবি: সাজ্জাদ হোসেন

নিউমার্কেট এলাকার দোকানি মুরাদ হোসেন বলেন, ‘বৃষ্টি হলেই নিউমার্কেট এলাকায় পানি জমে যায়। এটা কোনও নতুন চিত্র না। বৃষ্টির পানি জমে রাস্তায় হাঁটার অবস্থা নেই। প্রতি বছর এলাকায় জলবদ্ধতা হয়, অথচ এর প্রতিকারের কোনও ব্যবস্থা নেওয়া হয় না। আর ভোগান্তি পোহাতে হয় আমাদের।’

শেওড়াপাড়ার আনন্দ বাজারের বাসিন্দা তামজিদ বলেন, ‘সকালের বৃষ্টিতেই রাস্তায় ও অলিগলিতে পানি জমে আছে। এখনও তা নামছে না। কেউ আসছেও না এর সমাধান করতে।’

পানিতে ঢুবে গেছে বিভিন্ন সড়ক। ছবি: সাজ্জাদ হোসেন

রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদেরও। ইয়াসিন আরাফাত নামে একজন পথচারী বলেন, ‘অন্য সময় অল্প দূরত্বের সড়ক যখন হেঁটে যাওয়া যেতো, এখন তা সম্ভব হচ্ছে না। কারণ হাঁটু সমান পানি। ড্রেনের ময়লা আবর্জনা সব রাস্তায় উঠে এসেছে। রাস্তা দিয়ে হাঁটতে ইচ্ছে করছে না। চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে।’ রিকশাচলাকরাও এই সুযোগে দ্বিগুণ ভাড়া আদায় করছে বলে অভিযোগ এই পথচারীর।

এদিকে প্রবল ঝড়ে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছে, যা এখনও রাস্তার ওপর পড়ে আছে। এতে যানবাহন ও মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটছে। পুরান ঢাকার জজ কোর্টের সামনে, ভিক্টোরিয়া পার্ক, সূত্রাপুরসহ বেশ কয়েকটি এলাকায় গাছের ডাল ভেঙে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

বিভিন্ন জায়গায় গাছের ডালপালা ভেঙে পড়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে রাজধানীর বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে কাজ করছে সিটি করপোরেশনের কর্মচারীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় কোথাও জলাবদ্ধতা হলে বা পানি জমে থাকলে হটলাইনে যোগাযোগ করার (১৬১০৬) আহ্বান জানিয়েছে সংস্থাটি।

অন্যদিকে ডিএসসিসি এলাকার জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১টি দল (প্রতি দলে পাঁচ জন কর্মী) মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।

যানবাহন ও মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটছে। ছবি: নাসিরুল ইসলাম

ডিএসসিসর বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, জলাবদ্ধতার নিরসনে ইতোমধ্যেই আমাদের টিম মাঠে নেমেছে। বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, গাছের ডাল ভেঙে পড়েছে। এ কারণে যানবাহন ও মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছে। আমরা সেসব রাস্তা থেকে সরাচ্ছি। এছাড়া যে এলাকায় বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা নিরসনে কাজ করছি।

/এইচএস/আরকে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
সম্পর্কিত
সড়ক ছেড়েছেন বিডিআর সদস্যরা, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক সোমবার
মেয়ের চুরির অপবাদে মাকে মারধরে হত্যা
পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকায় বিডিআর বিদ্রোহের আন্দোলনকারীরা
সর্বশেষ খবর
মাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
বগুড়ার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলামাছ আকৃতির ১২ কেজি ওজনের মিষ্টি, কেজি দরে বিক্রি
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ বন্ধু, প্রাণ গেলো দুজনের
এসপি তানভীর সালেহীন কারাগারে
এসপি তানভীর সালেহীন কারাগারে
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
‌‘হেফাজতে ইসলামের আপত্তিতে’ লালন স্মরণোৎসব বন্ধ
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত