X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এক বৃষ্টিতে ধুয়ে গেলো প্রার্থীদের পোস্টার

মোংলা প্রতিনিধি
২০ মে ২০২৪, ১৮:২২আপডেট : ২০ মে ২০২৪, ১৮:২২

আগামী ২৯ মে তৃতীয় ধাপে হতে যাচ্ছে মোংলা উপজেলা পরিষদের নির্বাচন। কয়েকদিনের টানা তাপপ্রবাহের মধ্যে ১৩ প্রার্থীর চলছে জমজমাট প্রচারণা। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের সাদাকালো আর রঙিন পোস্টার শোভা পাচ্ছিল পৌর শহরের অলিগলি, হাট বাজার, রাস্তাঘাটসহ সর্বত্র। আবার গানে গানে ভোট চাওয়া হচ্ছে মাইকের মাধ্যমে।

কিন্তু সোমবার (২০ মে) দুপুরে টানা দুই ঘণ্টার বৃষ্টি সর্বনাশ ডেকে এনেছে নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জন্য। বৃষ্টিতে ভিজে ধুয়ে গেলো রশিতে ঝোলানো সব পোস্টার।

সরেজমিনে শহরের চৌধুরী মোড়, বিএলএস মোড়, শেখ আব্দুল হাই সড়ক, কবরস্থান রোড, মিয়াপাড়া, কলেজ মোড়সহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পক্ষে রশি দিয়ে যে পোস্টার ঝোলানো হয়েছিল সবই ধুয়ে রাস্তায় পড়ে আছে। ওপরে ঝুলছে শুধু রশি। এই দৃশ্য শুধু পৌর শহরে নয়, উপজেলার ছয়টি ইউনিয়নেও যত পোস্টার ছিল, সব ভিজে নিচে পড়ে গেছে।

এই উপজেলা নির্বাচনে বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন জানান, তার সব পোস্টার বৃষ্টিতে ছিঁড়ে পড়ে গেছে। সব প্রার্থীরই পোস্টার বৃষ্টিতে নষ্ট হয়েছে। এখন নতুন করে আবার পোস্টার ছাপিয়ে ঝোলাতে হবে।

এক বৃষ্টিতে ধুয়ে গেলো প্রার্থীদের পোস্টার

তিনি বলেন, পোস্টার তো টাঙাতেই হবে। তা না হলে ভোটার প্রতীক চিনবে কী করে?

চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদার বলেন, বৃষ্টিতে সব প্রার্থীরই পোস্টার নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে প্রেসে আবার পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছেন। এর ফলে সবার ব্যয় বেড়ে যাচ্ছে।

এদিকে প্রার্থীদের সর্বনাশ হলেও লাভ হবে ছাপাখানাগুলোর। মোংলা সাজু আর্ট প্রেসের মালিক মোশাররফ হোসেন বলেন, সব প্রার্থীরই সর্বনাশ হয়েছে। প্রার্থীদের পোস্টার ছিঁড়ে পড়ে গেছে। এখন অনেক প্রার্থীই আবার নতুন করে পোস্টার ছাপানোর জন্য অর্ডার দেবেন। কয়েকজন এরই মধ্যে যোগাযোগও করেছেন।

জানা গেছে, প্রতিটি রঙিন পোস্টার ৮-১০ টাকা, সাদা-কালো পোস্টারের জন্য ৪-৫ টাকা খরচ হয়। ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঠিক কী পরিমাণ পোস্টার টাঙানো হয়েছিল, তার সুনির্দিষ্ট কোনও হিসাব নেই।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব মিলিয়ে এ পর্যন্ত উপজেলাজুড়ে টাঙানো পোস্টারের সংখ্যা তিন লাখের অধিক হবে।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রার্থীদের নিয়মনীতি মেনে প্রচার-প্রচারণা করতে হবে। পোস্টার লাগানোর ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে সেসব মেনে পুনরায় পোস্টার লাগাতে পারবে।

/এফআর/
টাইমলাইন: উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
সম্পর্কিত
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের
দেশের মানুষের উন্নত জীবনযাপনের লক্ষ্যে কাজ করছে সরকার: ধর্মমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
দুর্গম পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
১১ মাসেও ট্রমামুক্ত হতে পারেনি পুলিশ
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
অনলাইনে ভাতা কার্ড করা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!