X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

প্রতিটা শিল্পে সমাজবাস্তবতা বুঝে কাজ করা উচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৬:২৫আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬

ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে দুপুরের সেশনে বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে 'কালচার কিপারস' সেশনে এলিজাবেথ ডি কস্টার সঞ্চালনায় উপস্থিত ছিলেন লেখক ইয়াং ইয়াং ম্রো, উদ্যোক্তা প্রিয়াঙ্কা চাকমা, পরিচালক অং রাখাইন।

সেশনের শুরুতে ইয়াং ইয়াং ম্রো তার ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন, 'স্কুলে যখন আসলাম শিক্ষকরা সবাই বাঙালি। আমরা তো বাংলা বুঝি না, শিক্ষকরা ম্রো বোঝেন না। একদিন এক শিক্ষক ক্লাসে কথা না বলার জন্য বললেন, আমরা নমস্কার বললাম। উনি বললেন, চুপ। আমরা বললাম নমস্কার। ম্রো ভাষায় বাংলার এই একটা শব্দই আছে, চুপ মানে ম্রোতে নমস্কার। আমি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ম্রোতে অনুবাদ করি। ম্রোরা বাংলা পড়তে জানে না। এখন অনেকেই এই ভাষণ সম্পর্কে জানে।'

তিনি তার কাজ নিয়ে বলেন, 'লেখাপড়া শেষ করার পর ভাবলাম আমাকে কাজ করতে হবে সমাজ-সংস্কৃতির জন্য। তখন ম্রোদের ৪০০ রূপকথার গল্প সংগ্রহ করি। ম্রো ভাষার ডিকশনারি তৈরি করি। কাগজে জেল-পেনে লিখে, সেটা ফটোকপি করে ডিকশনারি গ্রামে গ্রামে বিক্রি করা শুরু করি। আমি ২৯টি বই লিখেছি, যার ১৯টি ম্রো ভাষায়, ১০ টি বাংলায়। প্রকাশকরা আমাদের বই ছাপাতে চান না, বলেন ওরা আদিবাসী ওদের বই কে পড়বে, ওদের লেখার মান নেই।'

আদিবাসী খাবারের দোকান হেবং-র শুরুর গল্প নিয়ে প্রিয়াঙ্কা চাকমা বলেন, 'আমাদের খাবার নিয়ে যে ধরনের নেরেটিভ আছে জনসাধারণের মধ্যে তা ইতিবাচক না। আদিবাসীরা ব্যাঙ খায়,সাপ খায় এভাবে ধারণা করে। সেখানে ভিন্ন ধারণা দাঁড় করানো সহজ না। একদম ব্যতিক্রমী যে খাবার হয়তো ঢাকার অধিকাংশ মানুষই টেস্ট করার সুযোগ পায়নি। যখন ঢাকাতে একটা ফুড কালচার গড়ে উঠছে থাই কোরিয়ান ফুডের, সেখানে নিজের দেশের আবহে ওই খাবার খাচ্ছেন। আদিবাসীদের খাবারকে অন্য একটা টার্মে ফেলছি। তখন মনে হলো—আমি খাবারের মাধ্যমে শুরু করি ধারণাটা চেঞ্জ করার।'

নারীর প্রতিবন্ধকতা নিয়ে তিনি বলেন, 'নারী হিসেবে কালচারটা রিপ্রেজেন্ট করার প্রবণতা সব গোষ্ঠীর আছে। আমি আজ এখানে থানি পড়ে এসেছি, যদি না পরে আসতাম প্রশ্ন করা হতো একজন চাকমা নারী হিসেবে কেন আমি থানি পড়ে আসিনি, কোনও পুরুষকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। এই ধারণার পরিবর্তন দরকার। '

অং রাখাইন তার সিনেমা সম্পর্কে বলেন, 'আমি চেষ্টা করি, ভালো বা খারাপ কিছুর থেকে গুরুত্বপূর্ণ একটা সিনেমা বানানোর। ভালো-খারাপ দর্শক বিবেচনা করবেন। আমার আশেপাশের সমাজের ঘটনা, চরিত্র রিফ্লেকশনে আনার জন্য। প্রথম সিনেমা বানাতে আমার ১৩ বছর লেগেছে, যদিও সেটা আলোর মুখ দেখেনি। ম্রোদের উপরে একটা সিনেমা বানাচ্ছি, ওদের ভাষা-সংস্কৃতি বুঝতেই আমার ১০ বছর লাগছে। আমার দম থাকবে, আমি সেলফ সেন্সরে বিশ্বাস করি না। সেলফ সেন্সর দিয়ে কাজ করলে আমাকে খুঁজে পাবেন না, ফেইক কাজ হবে। চেষ্টা করি—না বলা গল্প বলার, স্ক্রিনে আনার। যতই বাঁধা আসুক।'

তিনি আরও যুক্ত করেন, 'প্রথমেই বলা হয়, ওরাতো মাইনরিটি, কোথা থেকে উঠে এসেছে, ওকে পাশের সিটে রাখি। যতদিন আমাদের এইভাবে দেখা হবে, ততদিনে আমরা আরও আরও ওপরে উঠে যাবো। প্রতিটা শিল্পে সমাজবাস্তবতার মধ্যে দিয়ে কাজ করা উচিত। সত্যটা সঠিকভাবেই দেখানো উচিত।'

/এমএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৬:২৫
প্রতিটা শিল্পে সমাজবাস্তবতা বুঝে কাজ করা উচিত
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
সপ্তাহজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
সপ্তাহজুড়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নারী সংস্কার কমিশনের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
যেসব দেশে গণমাধ্যম স্বাধীন, সেসব দেশে দুর্ভিক্ষ হয় না: তামিজী
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
‘মানবিক করিডর’ বিষয়ে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!