X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

গুজব: বিশ্বাস, অবিশ্বাস নাকি সংশয়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২১:৪৪

ঢাকা লিট ফেস্টের শেষ দিন আজ। চতুর্থ দিনের দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘ইনফোডেমিকস: হেলথ ইন দ্য এইজ অব মিসইনফরমেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞানী, গবেষক ও পিএইচডি রিসার্চার জাইন ওমর আলীর সঞ্চালনায় এতে অংশ নেন পডকাস্ট ক্রিয়েটর, লেখক রেসা লুইস, কন্টেন্ট ক্রিয়েটর ও কমিউনিটি হেলথকর্মী ডা. তাসনিম জারা।

আলোচনা শুরু হয় তাসনিম জারার কথা দিয়ে। করোনা মহামারি চলাকালীন ব্রিটিশ স্বাস্থ্য বিভাগে কাজ করতেন তিনি। সারা দিনের অক্লান্ত পরিশ্রম শেষে সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করতে গিয়ে অসংখ্য ভুয়া নিউজ ও গুজব দেখতে পেতেন নিয়ে। সাধারণ মানুষদের বড় অংশই এসবে বিশ্বাস করতে শুরু করেছিল। কিছু করার তাড়না থেকে পরিবার ও বন্ধুবান্ধবদের সচেতন করে তুলতে ভিডিও তৈরি করা শুরু করেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে তার করা ভিডিওগুলো সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে শেয়ার হতে থাকে। প্রচুর মানুষের কাছে ছড়িয়ে পড়ে তার কন্টেন্ট।

ডা. তাসনিম জারা

রেসা লুইস তার অভিজ্ঞতার কথা শোনান। অ্যান্টি ভ্যাকসিন মুভমেন্টের ফলে ইউরোপ, আমেরিকা, কানাডার মতো সভ্য দেশে ভ্যাকসিনবিরোধী মুভমেন্ট শুরু হয়। অসংখ্য মানুষ কোনও বাছবিচার না করেই এসব বিশ্বাস করছিল। মানুষের মধ্যে ভ্যাকসিন নিলে বাবা হবার ক্ষমতা হারানো, ভ্যাকসিনের মাধ্যমে শরীরে ন্যানো চিপ ঢুকিয়ে দেওয়া, বাচ্চা না নিতে পারার মতো হাজারো গুজব ছড়িয়ে পড়ছিল। রিসার্চের রেজাল্ট এবং কোভিড স্পেশালিস্টদের নিয়ে পডকাস্ট করার মাধ্যমে মানুষকে সচেতন করে তোলার কাজ করে গেছেন তিনি।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক কাদা ছোড়াছুড়িতেও জনগণ বিভ্রান্ত হয়ে পড়ে অনেক সময়। তখনকার আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস যে চীনের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছিলেন তার কথা উল্লেখ করেন তিনি। বিপরীতে চীনও একই দাবি করে বলে যে ভাইরাস আসলে আমেরিকা থেকে ছড়িয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও সায়েন্টিস্ট, রিসার্চাররা তাদের কাজ করে গেছেন।’  

কীভাবে সবার কাছে নিজের কন্টেন্ট ছড়িয়ে দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা জানান, তিনি গ্রামীণফোন, ব্র্যাক ও টেন মিনিট স্কুলের সঙ্গে পার্টনারশিপ করেছিলেন। যাদের ইন্টারনেটে এক্সেস নেই তাদের কাছেও যেন সঠিক খবর পৌঁছে দিতে পারেন সেজন্য নিজের ভিডিওগুলো কপিরাইট ফ্রি করে দেন তিনি। ফলে যে কেউ যেকোনও জায়গাতে ব্যবহার করতে পারে ভিডিওগুলো। নিজের পেশার পাশাপাশি সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য করে ভিডিও তৈরি করতে যে তার প্রচুর সময় ও শ্রম দিতে হয়েছে, তাও উল্লেখ করেন তিনি।

লেখক রেসা লুইস

দর্শকদের কাছ থেকে আসা প্রশ্নের উত্তরে আলোচকরা বলেন, সাধারণ মানুষকে গুজব ও ভুয়া নিউজ নিয়ে সচেতন হয়ে উঠতে হবে। খবরের সঠিক উৎস সম্পর্কে খোঁজ খবর নিতে হবে তাদের। ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতাদের প্রোপাগান্ডাতে কান না দিতে অনুরোধ জানান আলোচকরা। কারণ, সাধারণ মানুষরা যখন এসবে বিশ্বাস করতে শুরু করে, তখন অক্লান্তভাবে পরিশ্রম করে যাওয়া ডাক্তার, সায়েন্টিস্ট, রিসার্চসারসহ হাজারো মানুষদের পরিশ্রমকে অসম্মান করা হয়।

রেসা আরও যুক্ত করেন, উন্নত দেশগুলোতে সরকার গুজব রোধে অসংখ্য উদ্যোগ নিয়ে থাকে। আমেরিকা সরকারের অর্থায়নে আনমেডিক্যাল মিসইনফরমেশন সিরিজটির কথা উদাহরণ হিসেবে আলোচনা করেন তিনি। বাংলাদেশও এমন কিছু করতে পারে এবং তা সরকারি উদ্যোগে হওয়া উচিত, তা উল্লেখ করেন তিনি।

/এনএ/এমওএফ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
গুজব: বিশ্বাস, অবিশ্বাস নাকি সংশয়?
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা