X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘যৌনসম্মতি নারীর অধিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২৩

‘সেক্স নেওয়ার জিনিস। এই নেওয়াটা পুরুষ করবে আর নারী দেবে’- এটাই প্রচলিত সমাজে। এখানে নারীর কতটুকু সম্মতি আছে সেটি বিবেচনায় নেওয়া হয় না। পরিবার থেকে এ বিষয়ে কথোপকথন জরুরি। আমাদের পরিবার বা সমাজে যৌনশিক্ষা নিয়ে কোনও ধরনের আলোচনা হয় না। শিশুরা পপ কালচার, পর্ণগ্রাফি থেকে যৌন বিষয়গুলো নিয়ে জানে। আমাদের পরিবারে এ বিষয়ে আলোচনার কোন জায়গা নেই। যৌন শিক্ষা, নারীর মর্যাদা, নিরাপত্তা, সমতা নিয়ে ঢাকা লিট ফেস্টে ‘সম্মতি’ শিরোনামে আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে নারীঅধিকার কর্মী মাহফুজা মালার উপস্থাপনায় অনুষ্ঠানে কথা বলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশন ক্লাস্টারের গবেষণা সহযোগী শ্রাবস্তী রায় নাথ, পথচলা ফাউন্ডেশন বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মনীষা মীম নিপুণ, নারীবাদী কর্মী মারওয়া কাজী মোহাম্মদ, বাল্যবিবাহ রোধকর্মী সানজিদা ইসলাম ছোঁয়া।

শ্রাবস্তী রায় নাথ কিশোরীদের জন্য যৌন মিথ, সম্মতি, যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তিনি বলেন, ‘আমাদের পরিবার বা সমাজে যৌনশিক্ষা নিয়ে কোনও ধরনের আলোচনা হয় না। শিশুরা পপ কালচার, পর্ণগ্রাফি থেকে যৌন বিষয়গুলো নিয়ে জানে। আমাদের পরিবারে এ বিষয়ে আলোচনার কোনও জায়গা নেই। আমাদের যৌন শিক্ষা হয় সিনেমা, গান, পর্ন থেকে, যেখানে বাস্তবতার কোনও মিল নেই।’

শিশুরা অনেক বেশি যৌন নির্যাতনের শিকার হন বলে জানান শ্রাবস্তী রায় নাথ। তিনি বলেন, ‘শিশুদের পরিবারে যৌনশিক্ষার বিষয়ে পরিবারের কথপোকথন হয় না। শিশুদের জানা জরুরি তার নিজের শরীর নিয়ে।’

মনীষা মীম নিপুণ দেশের যুব, সামাজিক ন্যায়বিচার এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিষয়ে কাজ করেন। তিনি বলেন, ‘যৌন মিলনে সবার ক্ষেত্রে সম্মতি নেওয়ার প্রয়োজন আছে। যৌনকর্মীদের যে সম্মতির বিষয় থাকতে পারে, তা কেউ ভাবেন না। সেক্স ওয়ার্কদের ডমিনেট করা হয়, তাদের অনুভূতি সম্মতির বিষয় উপেক্ষিত।’ দেশের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় লিঙ্গের বিষয় শিক্ষা প্রয়োজন বলে মনে করেন মনীষা মীম নিপুণ। তিনি বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাস্থ্যগত বিষয়ে কোনও শিক্ষাব্যবস্থা নেই। তারা কীভাবে তাদের স্বাস্থ্যের যত্ন নেবে সেই বিষয়ে শিক্ষা প্রয়োজন।’

সেক্স বিষয়ে সম্মতির প্রয়োজনীয়তা প্রসঙ্গে মনীষা মীম নিপুণ বলেন, ‘সেক্স বলতে আমরা শুধু একটা মেয়ে আর একটা ছেলের কথা বলি। কিন্তু একটা ট্রান্সজেন্ডার মানুষেরও সেক্স আছে। অনেকে মনে করেন ট্রান্সডজেন্ডারের আবার সেক্স কীভাবে হয়। সেক্স নিয়ে সম্মতির বিষয়টি পুরুষতান্ত্রিক সমাজে নেই, অথচ এটি প্রয়োজন। পার্টনারকে ডমিনেট করলে এটা যে ভায়োলেন্স, সেই শিক্ষা প্রয়োজন।’ 

বিবিসির ২০২২ সালে প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নিয়েছেন সানজিদা ইসলাম ছোঁয়া। বাল্যবিয়ে প্রতিরোধে তিনি কাজ করেছেন দীর্ঘদিন ধরে। সানজিদা ইসলাম ছোঁয়া বলেন, ‘বাল্য বিবাহ প্রতিরোধে আমি কাজ করি, আমাকে প্রশ্ন করেন বাল্য প্রেম নিয়ে! প্রেম আর বিয়ে এক বিষয় না। বিয়ের পর একজন নারীকে একটা দায়িত্বের মধ্যে যেতে হয়। পরিবারের নানা রকম দায়িত্ব তার ওপর আসে। বাচ্চা জন্মদানের মতো বিষয়গুলো আসে। এগুলোর জন্য একজন কিশোরী কতটা প্রস্তুত, সেটি বিবেচ্য। কিন্তু প্রেমের ক্ষেত্রে এসব বিষয় নেই।’ 

কারণে অকারণে নারীকে নিয়েই প্রশ্ন করা হয় বলে জানান সানজিদা ইসলাম ছোঁয়া। তিনি বলেন, ‘অন্য যেকোনো দুর্ঘটনায় প্রশ্ন করা হয় না কেন সে বাইরে গেলো, কী পোশাক পরলো, রাতে নাকি দিনে বের হলো। কিন্তু একটা মেয়ে যৌন নির্যাতনের শিকার হলেই নানান রকমের প্রশ্ন শুরু হয়ে যায়। ছেলেরা রাতে বের হলে কোনও সমস্যা নেই। কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা।’  পরিবার থেকে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির বিষয়ে নিজের মত তুলে ধরেন সানজিদা ইসলাম ছোঁয়া। তিনি বলেন, ‘আমাদের পরিবেশ করে দিতে হবে। পোশাক কোনও ইস্যু না। যার মানসিকতা খারাপ, সে খারাপ কাজ করবে। একজন মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে।’ 

নারী অধিকার কর্মী মাহফুজা মালা যৌনসম্মতির বিষয়ে সচতনতা তৈরির জন্য পারিবারিক শিক্ষার বিষয়ে কথা বলেন। লিঙ্গ, ন্যায় বিচার, নারীর অধিকার, মর্যাদা বিষয় নিয়ে পারিবারিকভাবে আলোচনা করার তাগিদ দেন তিনি। মাহফুজা মালা বলেন, ‘সেক্সের ক্ষেত্রে নারীর যে পারমিশন প্রয়োজন এ বিষয়টি আমার সমাজে নেই। বিয়ের ক্ষেত্রে মেয়েদের সম্মতি নেওয়া হয় না। বাচ্চা নেওয়া এসব বিষয়েও সম্মতি নেওয়া হয় না।’

/সিএ/এনএ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
‘যৌনসম্মতি নারীর অধিকার’
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম