X
রবিবার, ০২ এপ্রিল ২০২৩
১৯ চৈত্র ১৪২৯

ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবো, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৫

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ তিনি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবেন। তা করবেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে। রাইট সাইড সম্প্রচার নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুনরায় এই দাবি করেছেন। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজউইক-এর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন, জো বাইডেনের বদলে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট থাকতেন, তাহলে এই যুদ্ধ শুরু হতো না।

একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই যুদ্ধের অবসান সম্ভব এবং যদি মার্কিন প্রেসিডেন্ট হতেন তাহলে তিনি এমনটি করতেন।

ট্রাম্প বলেছেন, এই যুদ্ধ শুরু হওয়ারই কথা না। কিন্তু তা হচ্ছে। আলোচনায় সমাধান সম্ভব। আমি মনে করি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান সম্ভব। মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এটি করতে হবে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি কক্ষে নিয় আসতে হবে। সেখানে উভয় নেতাকে বলার মতো অনেক কিছু আছে। যা আমি এখন প্রকাশ করছি না। এসব কথা তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দেবে।

ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘ভয়াবহ’ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। দাবি করেছেন, সংঘাতে যে হতাহতের কথা বলা হচ্ছে প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি।

প্রায় এক বছর ধরে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন, তিনি এখনও প্রেসিডেন্ট থাকলে ইউক্রেনে আক্রমণ করতো না রাশিয়া। তার দাবি, পুতিনের সঙ্গে তার সমঝোতা ছিল এবং তার প্রতি রুশ প্রেসিডেন্টের যে শ্রদ্ধা ছিল, বাইডেনের প্রতি তা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রাম্প দাবি করে আসছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারবেন। ২৮ জানুয়ারি রিপাবলিকান কমিটির বার্ষিক বৈঠকেও তিনি এই দাবি করেছেন। সেখানে উপস্থিতদের প্রতি তিনি বলেন, আমার ব্যক্তিত্ব আমাদের যুদ্ধ থেকে দূরে রেখেছিল। আমি আগেও আপনাদের বলেছি, রাশিয়ার সঙ্গে এমনটি কখনও হতো না। পুতিন কখনও আক্রমণ করতেন না। এমনকি এখনও আমি ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধান করতে পারি। যা ঘটছে তা ভয়াবহ। এখন শহরগুলো ধূলিসাৎ হচ্ছে।

বুধবার নিজের ট্রুথ সোশাল অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে ট্রাম্প বলেছেন, আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হতো না। এরপরও এখন যদি আমি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে সমঝোতার মাধ্যমে এই ভয়াবহ যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারতাম। সঠিক কথা বলতে হবে, ভুল কথা বললে হবে না।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের ‘সন্ত্রাসীদের’ হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত
হিজাব নিয়ে এবার কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের এমপি
ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের
সর্বশেষ খবর
দেশ পরিচিতি: নেপাল
দেশ পরিচিতি: নেপাল
ঘুমের মধ্যেই তিতুমীর কলেজের শিক্ষার্থীর মৃত্যু!
ঘুমের মধ্যেই তিতুমীর কলেজের শিক্ষার্থীর মৃত্যু!
‘পেঁয়াজের ঘাটতি ১৬ লাখ টন থেকে ৭ লাখে নেমে এসেছে’
‘পেঁয়াজের ঘাটতি ১৬ লাখ টন থেকে ৭ লাখে নেমে এসেছে’
লেভানডোভস্কির জোড়া গোলে শিরোপার আরও কাছে বার্সা
লেভানডোভস্কির জোড়া গোলে শিরোপার আরও কাছে বার্সা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
প্রভার সাংবাদিক ভীতি এবং ‘গায়ে হাত’ দেওয়ার অভিযোগ
দিনে ৫টি গরুর মাংস বিক্রি করেন কালু, কেজি ৫৮০ টাকা
দিনে ৫টি গরুর মাংস বিক্রি করেন কালু, কেজি ৫৮০ টাকা