X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

এমপি আনোয়ারুল আজীম হত্যা নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৪, ১৫:০৯আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৩৪

ভারতে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে নিখোঁজ হন বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর কয়েক দিন পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই সংসদ সদস্যের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। তবে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তের সময় কলকাতার এক ক্যাবচালক পুলিশকে জানিয়েছেন, তার গাড়িতে ওঠা এক ব্যক্তিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলেছেন কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় এক ক্যাবচালক জানিয়েছে, ‘১৩ মে যে ব্যক্তিকে তিনি গাড়িতে তুলেছিলেন, তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিবিসি বাংলা।

আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে কিনা অথবা তার মরদেহ পাওয়া গেছে কিনা, সে বিষয়ে কলকাতার পুলিশ তখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি-টেররিস্ট ইউনিটের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তদন্তে নেমেই প্রথমে এমপি আনোয়ারুল আজীমকে বহনকারী ক্যাবচালককে আটক করেন তারা।

সেই ক্যাবচালক জানিয়েছেন, আজীমকে গাড়িতে তোলার পর আরও তিন জন তার গাড়িতে ওঠেন। তাদের মধ্যে দুই পুরুষ ও এক নারী ছিলেন। পরে এই চার জন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান।

সিসিটিভি ফুটেজে ওই চার জনকে বাড়িতে প্রবেশ করতে দেখেছেন এটিএফ কর্মকর্তারা। পরে তিন জন বাড়ি থেকে বের হয়ে এলেও এমপি আজীমকে আর দেখা যায়নি।

এটিএফ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে দুই পুরুষ বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে জানানো হলে তারা সন্দেহভাজন ওই দুই জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্য কলকাতার পুলিশকে জানায় বাংলাদেশের গোয়েন্দারা। পরে এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভেতরে রক্তের দাগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে বুধবার (২২ মে) দুপুর পর্যন্ত তার মরদেহের কোনও হদিস পাওয়া যায়নি। যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনোয়ারুল হত্যায় প্রাথমিকভাবে বাংলাদেশিরা জড়িত বলে তথ্য রয়েছে। তবে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন কোনও তথ্য এখনও তাদের কাছে নেই। আটককৃত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর খুনের কারণ ও উদ্দেশ্য জানা যাবে।

/এএকে/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন
মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি শ্যাডো ফ্লিটের একটি জাহাজ বাংলাদেশে
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
সর্বশেষ খবর
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
নিখোঁজ লাইজুর ভূত হয়ে ফেরা!
বাম ছাত্র সংগঠনগুলোর গণমিছিল স্থগিত, সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি
বাম ছাত্র সংগঠনগুলোর গণমিছিল স্থগিত, সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি
আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন
আত্মসমর্পণ করলে প্রাণভিক্ষা পাবে ইউক্রেনীয় সেনারা: পুতিন
সিপিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ, বিকালে শোক মিছিলের ঘোষণা
সিপিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ, বিকালে শোক মিছিলের ঘোষণা
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
কক্সবাজার যেতে পারেননি সেই প্রকৌশলী, ব্রিফ করলেন বেবিচক চেয়ারম্যান
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
রাতের আঁধারে ৩৭ লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী আটক
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়