X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

এমপি আনোয়ারুল আজীম হত্যা নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে ২০২৪, ১৫:০৯আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৩৪

ভারতে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে নিখোঁজ হন বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এর কয়েক দিন পর কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসন সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তার এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এটিকে একটি পরিকল্পিত হত্যা বলে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে এই সংসদ সদস্যের সঙ্গে ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। তবে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তের সময় কলকাতার এক ক্যাবচালক পুলিশকে জানিয়েছেন, তার গাড়িতে ওঠা এক ব্যক্তিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বিবিসি বাংলার সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলেছেন কলকাতা বিধান নগর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মানব শ্রিংলা। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় এক ক্যাবচালক জানিয়েছে, ‘১৩ মে যে ব্যক্তিকে তিনি গাড়িতে তুলেছিলেন, তাকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে।’

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি বিবিসি বাংলা।

আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে কিনা অথবা তার মরদেহ পাওয়া গেছে কিনা, সে বিষয়ে কলকাতার পুলিশ তখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পশ্চিমবঙ্গ পুলিশের অ্যান্টি-টেররিস্ট ইউনিটের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তদন্তে নেমেই প্রথমে এমপি আনোয়ারুল আজীমকে বহনকারী ক্যাবচালককে আটক করেন তারা।

সেই ক্যাবচালক জানিয়েছেন, আজীমকে গাড়িতে তোলার পর আরও তিন জন তার গাড়িতে ওঠেন। তাদের মধ্যে দুই পুরুষ ও এক নারী ছিলেন। পরে এই চার জন কলকাতা নিউ টাউনের ওই বাড়িতে যান।

সিসিটিভি ফুটেজে ওই চার জনকে বাড়িতে প্রবেশ করতে দেখেছেন এটিএফ কর্মকর্তারা। পরে তিন জন বাড়ি থেকে বের হয়ে এলেও এমপি আজীমকে আর দেখা যায়নি।

এটিএফ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, তাদের মধ্যে দুই পুরুষ বাংলাদেশে ফিরে আসেন। বাংলাদেশের গোয়েন্দা বিভাগকে এ বিষয়ে জানানো হলে তারা সন্দেহভাজন ওই দুই জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্য কলকাতার পুলিশকে জানায় বাংলাদেশের গোয়েন্দারা। পরে এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।

নিউ টাউনের ওই ফ্ল্যাটের ভেতরে রক্তের দাগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে বুধবার (২২ মে) দুপুর পর্যন্ত তার মরদেহের কোনও হদিস পাওয়া যায়নি। যে ফ্ল্যাটে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সেটি ঘিরে রেখেছে পুলিশ। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আনোয়ারুল হত্যায় প্রাথমিকভাবে বাংলাদেশিরা জড়িত বলে তথ্য রয়েছে। তবে ভারতের কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এমন কোনও তথ্য এখনও তাদের কাছে নেই। আটককৃত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর খুনের কারণ ও উদ্দেশ্য জানা যাবে।

/এএকে/এমওএফ/
টাইমলাইন: ভারতে এমপি আনোয়ারুল আজীম নিহত
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল